শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দর্শক ঢুকতে বাফুফের বাধা!

ক্রীড়া প্রতিবেদক

দর্শক ঢুকতে বাফুফের বাধা!

ঘরোয়া  ফুটবলে সেরা আসর পেশাদার লিগে গ্যালারি থাকছে প্রায় ফাঁকা। বিস্ময় হলেও সত্যি যে, এখন মোহামেডান-আবাহনী ম্যাচেও হাতে দর্শক গোনা যায়! অথচ নব্বই দশকেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে দুপুরের আগেই গ্যালারি ভরে যেত। সেগুলো এখন স্বপ্নই মনে হবে। শুধু এবার নয়, বেশ কয়েক বছর ধরে ঢাকায় পেশাদার লিগে দর্শক নেই। দর্শক ছাড়া ম্যাচও তেমনভাবে জমছে না। যাক, দেশসেরা লিগে গ্যালারি ফাঁকা থাকলেও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ঠিকই দর্শকের দেখা মিলছে। তবে সেই উন্মাদনা শুধু বসুন্ধরা কিংসের ম্যাচ ঘিরে। এবারে প্রথমবারের মতো দলটি চ্যাম্পিয়নশিপ লিগে খেলছে। ফেডারেশনের কাছে সামর্থ্য ও যোগ্যতা তুলে ধরায় বসুন্ধরা কিংস সরাসরি এই লিগে খেলার সুযোগ পেয়েছে। দেশের ফুটবলে উন্নয়নের লক্ষ্যই দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের পরিচালনায় বসুন্ধরা কিংস গঠন হয়েছে। শুধু কি তাই, দেশের দুই জনপ্রিয় ক্লাবের দায়িত্বেও বসুন্ধরা গ্রুপ। শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান। শেখ জামাল ধানমন্ডির সভাপতি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান। অর্থাৎ ফুটবলের তিনটি ক্লাব পরিচালিত হচ্ছে বসুন্ধরা গ্রুপের মাধ্যমে। দুর্দিনে বন্দী থাকা ফুটবলকে জাগিয়ে তোলাই তাদের লক্ষ্য। চ্যাম্পিয়নশিপে জমকালো দলবদল করে বসুন্ধরা কিংস চমক সৃষ্টি করে। শুধু কি তাই, দলীয় পতাকা, নানা রঙের পোশাক ও ব্যান্ডপার্টি নিয়ে হাজার হাজার সমর্থক কমলাপুর স্টেডিয়ামে ভিড় জমাচ্ছেন। সত্যি বলতে কি, এত দর্শক এখন মোহামেডান-আবাহনী ম্যাচেও দেখা মেলে না। শুধু কি তাই, ফুটবলকে ঢাকার বাইরে ছড়িয়ে দিতে বসুন্ধরা কিংস হোম ভেন্যু হিসেবে রংপুরকে চেয়েছিল। বাফুফের কর্মকর্তারা মাঠও পরিদর্শন করে আসেন। কিন্তু লিগ কমিটি অনুমতি না দেওয়ার হোম ভেন্যু পাওয়া যায়নি। এ নিয়ে বসুন্ধরা কিংস আপত্তি তোলেনি। ফুটবলের বৃহত্তর স্বার্থে ঠিকই মাঠে নামছে। গতকাল বসুন্ধরা কিংসের ম্যাচ ছিল নফেল স্পোর্টিং ক্লাবের বিপক্ষে। আগের দুই ম্যাচ ড্র করলেও দলের সমর্থকদের উৎসাহের কমতি ছিল না। ম্যাচ বিকালে হলেও গতকাল দুপুর থেকে বসুন্ধরা কিংসের সমর্থকরা কমলাপুর স্টেডিয়ামে আসতে শুরু করেন। এসেই বাধার সম্মুখীন হন। নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ক্লাবের সাধারণ সম্পাদক মিনহাজকে জানিয়ে দেন গ্যালারিতে দর্শক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে বাফুফের। এ ব্যাপারে নাকি ফেডারেশন চিঠির মাধ্যমে জানিয়ে দিয়েছে ক্লাবকে। মিনহাজ বলেন, বসুন্ধরা কিংসে এ ধরনের কোনো চিঠিই আসেনি। নিরাপত্তারক্ষীরা বাফুফের নিষেধাজ্ঞার কথা বলেছেন। অথচ গতকাল বিষয়টি নিয়ে লিগ কমিটি চেয়ারম্যান বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘আগের ম্যাচে দর্শকরা হট্টগোল করেছিল এটা আমার জানা আছে। কিন্তু গ্যালারিতে দর্শক নিষিদ্ধ করা হয়েছে তা তো আমার জানা নেই। পরে অবশ্য গ্যালারিতে দর্শকদের ঢুকতে দেওয়া হয়। সালাম স্বীকার না করলেও জানা যায়, তার নির্দেশেই কাল দর্শক ঢুকতে দেওয়া হয়। কথা হচ্ছে, দর্শকরা কেন বাধার সম্মুখীন হবেন। ৭০ ও ৮০ দশকে দর্শকদের হট্টগোলের জন্য পুলিশকে টিয়ার গ্যাস ছাড়াও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অনেক সময় ফাঁকা গুলিও ছুড়তে হয়েছে। ফুটবলে দর্শকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হবেই। ইউরোপিয়ান লিগেও হয়। তাই বলে দর্শক নিষিদ্ধ করার ঘটনা কখনো কি ঘটেছে?

সর্বশেষ খবর