শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রামানায়েকে এখন ঢাকায়

ক্রীড়া প্রতিবেদক

রামানায়েকে এখন ঢাকায়

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট সিরিজে স্পিন কোচ হিসেবে আসার কথা ছিল স্টুয়ার্ট ম্যাকগিলের। কিন্তু নিজ দেশের বিপক্ষে সিরিজে প্রতিপক্ষকে সহায়তা করতে রাজি নন ম্যাকগিল। তাই বাংলাদেশের প্রস্তাবে শেষ মুহূর্তে রাজি হননি অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার ম্যাকগিল। ম্যাকগিল না আসায় অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিন কোচ ছাড়াই খেলতে হবে টাইগারদের। স্পিন কোচ না থাকলেও কাল ঢাকায় পা রেখেছেন পেস বোলিং কোচ চম্পকা রামানায়েকে। শ্রীলঙ্কার সাবেক এই ক্রিকেটার এর আগে বাংলাদেশের প্রথম বোলিং কোচ ছিলেন। তিনি এখন দায়িত্ব পালন করবেন হাই পারফরম্যান্স (এইচপি) স্কোয়াডের। গতকাল বিমানবন্দর থেকে সরাসরি মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে যোগ দেন কোচিং স্টাফদের সঙ্গে। রামানায়েকে এর আগে ২০০৮-২০১০ সাল পর্যন্ত বোলিং কোচ ছিলেন টাইগারদের। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ এখন সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলার কোর্টনি ওয়ালশ। প্রথম বোলার হিসেবে ৫০০ উইকেট নেওয়া ওয়ালশ থাকার পরও অনেকেই বিস্মিত হয়েছিলেন রামানায়েকের নিয়োগে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর