শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সেই কাঞ্চনের গোলেই বসুন্ধরা কিংসের জয়

ক্রীড়া প্রতিবেদক

সেই কাঞ্চনের গোলেই বসুন্ধরা কিংসের জয়

রোকনুজ্জামান কাঞ্চনের সেই গোল কি ভোলা যায়? ২০০৩ সালে ঢাকায় অনুষ্ঠিত সাফ ফুটবলে ফাইনালে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই টুর্নামেন্টে একবারই চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেবার সেমিফাইনালে দুর্দান্ত খেলে বাংলাদেশ ১-০ গোলে পরাজিত করে শক্তিশালী ভারতকে। জয়ের নায়ক ছিলেন কাঞ্চন। প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে অসাধারণ গোল করেন তখনকার জাতীয় দলে তুখোড় ফুটবলার কাঞ্চন। যে গোল বাংলাদেশের ফুটবলে ইতিহাসের পাতায় ঠাঁই পেয়ে গেছে। আবাহনী, মোহামেডান ও মুক্তিযোদ্ধায় খেলে অসংখ্য ট্রফি জেতার কৃতিত্ব রয়েছে কাঞ্চনের। সেই কাঞ্চন এখন খেলছেন চ্যাম্পিয়নশিপ লিগে বসুন্ধরা কিংসে।

প্রতিটি ম্যাচেই কাঞ্চন প্রমাণ দিচ্ছেন তিনি এখনো ফুরিয়ে যাননি। আগের দুই ম্যাচে ড্র করে মূল্যবান চার পয়েন্ট হারালেও বসুন্ধরা কিংস গতকাল লিগে প্রথম জয় পেয়েছে। নায়ক সেই কাঞ্চনই। ২ মিনিটেই তার দেওয়া গোলে এগিয়ে যায় বসুন্ধরা। শেষ পর্যন্ত তারা নফেল স্পোর্টিংকে হারিয়ে মূল্যবান তিন পয়েন্ট সংগ্রহ করে। কালই শুধু গোল করেননি কাঞ্চন। আগের ম্যাচে ফেনী সকারের বিপক্ষে দুই গোল করেন জাতীয় দলের সাবেক এই তারকা ফুটবলার।

সর্বশেষ খবর