শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বার্সেলোনা না রিয়াল মাদ্রিদ!

শুরু হলো লা লিগার লড়াই

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনা না রিয়াল মাদ্রিদ!

দীর্ঘদিন পর রিয়াল মাদ্রিদ তার পুরনো জৌলুস ফিরে পেয়েছে জিনেদিন জিদানের অধীনে। বার্সেলোনার আধিপত্য শেষ করে রিয়াল মাদ্রিদ শুরু করেছে এক নতুন যুগের। নতুন মৌসুম শুরুর আগেও নিজেদের এই আধিপত্য ধরে রেখেছে লস ব্ল্যাঙ্কোসরা। মৌসুমের শুরুতেই জিতেছে টানা দুটি এল ক্ল্যাসিকো। জয় করেছে স্প্যানিশ সুপারকাপ। এই বাস্তবতার মধ্য দিয়ে বার্সেলোনায় ঘটে গেছে নিদারুণ ঘটনা। নেইমার চলে গেছেন পিএসজিতে। লুইস সুয়ারেজ মাঠের বাইরে ইনজুরিতে আক্রান্ত হয়ে। বার্সেলোনা যেন এখন নখ দন্তহীন শাপে পরিণত হয়েছে। কিন্তু তারপরও লা লিগার লড়াই মানেই রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। ২০০৩-০৪ মৌসুমে ভ্যালেন্সিয়ার পর ২০১৩-১৪ মৌসুমে লা লিগা জিতেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। বাকি ১২টা শিরোপাই ভাগাভাগি করে নিয়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ! অতীত আর বর্তমান মিলিয়ে লা লিগার লড়াইটা এই দুই দলের মধ্যেই ঘুরপাক খায়। এবারেও সম্ভবত তাই হতে যাচ্ছে! চার মৌসুম পর গতবার জিদানের অধীনে লা লিগার শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। আরও একবার এই শিরোপা জয়ের জন্য পূর্ণ প্রস্তুত দলটা। এরই মধ্যে হুঙ্কার ছেড়েছেন রোনালদো থেকে শুরু করে রিয়ালের প্রায় সব তারকাই। জিদানও আছেন এই তালিকায়। বার্সেলোনার আধিপত্য শেষ করে নতুন করে রিয়াল মাদ্রিদ যুগ শুরু করেছে দলটা। রোনালদোরা আছেন দুর্দান্ত ফর্মে। এমন অবস্থায় ভিন্ন কিছু ভাবাও তো কঠিন। কিন্তু বার্সেলোনার আছে একজন লিওনেল মেসি। যিনি একাই বদলে দিতে পারেন যে কোন ম্যাচের ভাগ্য! এমনকি একটা এল ক্ল্যাসিকোরও। অবশ্য নেইমার আর সুয়ারেজের অনুপস্থিতিতে মেসির দায়িত্ব বেড়ে গেল বহুগুনে। এই দায়িত্ব মেসি কতটা পালন করতে পারেন তাই দেখার বিষয়। অবশ্য এবার লড়াইটা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। এই লড়াইয়ে যোগ দিতে পারে অ্যাটলেটিকো মাদ্রিদ, সেভিয়া এবং ভ্যালেন্সিয়াও। গত মৌসুমে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে গেছে সেভিয়া। এতকিছুর পরও অবশ্য বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের কথাই বার বার সামনে আসে। রিয়ালের সামনে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জ। আর বার্সেলোনার সামনে চ্যালেঞ্জ শিরোপা পুনরুদ্ধারের। এই চ্যালেঞ্জে জয়ী হবে কারা? এর উত্তর জানার জন্য অবশ্য লম্বা একটা মৌসুম পরে আছে সামনে।

সর্বশেষ খবর