শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বর্ষসেরা হচ্ছেন কে?

ক্রীড়া ডেস্ক

বর্ষসেরা হচ্ছেন কে?

গত ৯ বছর ফিফা বর্ষসেরা ফুটবলারের ট্রফিটা দখলে রেখেছেন লিওনেল মেসি (৫বার) ও ক্রিস্টিয়ানো রোনালদো (৪বার)। ফিফা বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকায় এবারও আছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। তাদের সঙ্গে স্থান পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। তারকা এ ফরোয়ার্ডদের সঙ্গে ২৪ জনের তালিকায় জায়গা করে নিয়েছেন লুইস সুয়ারেজ ও বুফন। গতবারের মতো এবারও ফেভারিট ক্রিস্টিয়ানো রোনালদো। গত মৌসুমে রিয়ালের লা লিগা ও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল পর্তুগিজ এই তারকার। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি নকআউট পর্বে টানা দুম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন রোনালদো। রোনালদোর চেয়ে দলগত সাফল্য মেসির কম হলেও ব্যক্তিগতভাবে এবারও মৌসুমটা দারুণ কেটেছে আর্জেন্টিনা অধিনায়কের। ক্লাব ফুটবল ক্যারিয়ারে ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এছাড়াও ফিফা বর্ষ সেরার সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন ইনিয়েস্তা,  গ্রিজম্যান, ইব্রাহিমোভিচ, কন্তে , ক্রুজ, লেওয়ান্দোভস্কি, মডরিচ, নিউয়ার, রামোস, সানচেজ, অবামেয়াং, বনুচ্চি, কারবাহাল, দিবালা, হ্যাজার্ড, কেইন, মার্সেলো, নাভাস ও আরতুরো ভিডাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর