শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দল ঘোষণায় চমক থাকছে

ক্রীড়া প্রতিবেদক

দল ঘোষণায় চমক থাকছে

স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজলওডরা এখন ঢাকায়। দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে গতকাল রাতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। প্রতিপক্ষ চলে এসেছে ঘরে আতিথেয়তা নিতে। অথচ এখনো টেস্ট স্কোয়াড ঘোষণা করেনি টিম ম্যানেজমেন্ট। অবশ্য আজ সিরিজের প্রথম টেস্টের দল ঘোষণা করবে বলে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে বিসিবি। স্কোয়াড ঘোষণা না করলেও নানারকম গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ক্রিকেটপাড়ায়। স্কোয়াডে কারা থাকবেন, কারা বাদ পড়বেন-এ নিয়ে নানা জল্পনা, কল্পনা। বাতাসে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দুজন ক্রিকেটারের নাম। একজন মাহমুদুল্লাহ রিয়াদ ও আরেকজন মুমিনুল হক। দুই ক্রিকেটার প্রথম টেস্টে খেলবেন কি-না এ নিয়ে কত আলোচনা। নির্বাচক প্যানেলও কিছু ইঙ্গিত দেয়নি এ প্রসঙ্গে। অবশ্য বাংলাদেশ সর্বশেষ যে টেস্ট খেলেছিল, সেখানে এই দুই ক্রিকেটার ছিলেন না। কলম্বোর ওই ম্যাচটি ছিল বাংলাদেশের ১০০ নম্বর টেস্ট। ঐতিহাসিক টেস্টটি জিতেছিল টাইগাররা। সাকিব আর হাসান ছাড়া শততম টেস্টে অসাধারণ খেলেছিলেন অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকত। ফলে সৈকতকে বিবেচনায় রাখতেই হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে নজরে এসেছেন নাসির হোসেন। তাই স্কোয়াড সাজাতে মধুর সমস্যায় টিম ম্যানেজমেন্ট। মিরপুর টেস্টের স্কোয়াড ঘোষণায় চমক থাকছে, এটা অনেকটাই নিশ্চিত।

সর্বশেষ খবর