শনিবার, ১৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

টাইগারদের সামাল দেওয়া সত্যিই চ্যালেঞ্জের

ক্রীড়া ডেস্ক

সামনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। প্রায় ১১ বছর পর দুই দেশ টেস্টে মুখোমুখি হচ্ছে। এ সিরিজ ঘিরে ক্রিকেট বিশ্লেষকরা নানা মন্তব্য করছেন। অস্ট্রেলিয়ার সাবেক দুই অধিনায়ক মার্ক টেইলর ও রিকি পন্টিং তাদের কলামে স্মিথ ও ওয়ার্নারদের সতর্ক করে বলেছেন, ‘ঘরের মাঠে বাংলাদেশ ভয়ঙ্কর রূপ ধারণ করবে। ইংল্যান্ডকে হারিয়ে তার প্রমাণ দিয়েছে। এমনকি শ্রীলঙ্কার মাটিতেও লঙ্কানদের পরাজিত করেছে। সুতরাং বাংলাদেশকে হালকা করে দেখার উপায় নেই। ব্যাটিং-বোলিং দুই ডিপার্টমেন্টেই তারা শক্তিশালী। মুশফিক, সাকিব, তামিম, মুস্তাফিজরা দলকে জেতানোর সামর্থ্য রাখেন। স্পিনে দুর্দান্ত।’ টেইলর ও পন্টিংয়ের মতে, ‘অভিজ্ঞতার দিক দিয়ে অস্ট্রেলিয়া এগিয়ে থাকলেও বাংলাদেশের এখন যে শক্তি তাতে ঘরের মাঠে সিরিজ জিতে গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। সে ক্ষেত্রে স্মিথদের ব্যাটে-বলে সেরা পারফরম্যান্স প্রদর্শন করতে হবে।’

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারাও অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিরিজটির জন্য।

সর্বশেষ খবর