রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চ্যাম্পিয়ন আবাহনীর সামনে শেখ রাসেল

ক্রীড়া প্রতিবেদক

চ্যাম্পিয়ন আবাহনীর সামনে শেখ রাসেল

গেল পেশাদার ফুটবল লিগে শেখ রাসেল ক্রীড়া চক্র সমর্থকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। যে মানের দল গড়া হয়েছিল সেই অবস্থান ধরে রাখতে পারেনি। এবার তরুণদের প্রাধান্য দিয়ে দল গড়লেও শুরুটা দুর্দান্ত হয়েছিল। মুক্তিযোদ্ধাকে ৩-০ গোলে পরাজিত করেছিল। পরবর্তী ম্যাচ থেকে শেখ রাসেলের নৈপুণ্যটা চোখে পড়ছে না। ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে ড্র, শেখ জামাল এবং চট্টগ্রাম আবাহনীর কাছে হেরে চার ম্যাচে মূল্যবান আট পয়েন্ট নষ্ট করে ফেলেছে। শেখ জামালের বিপক্ষে ১-১ গোলে ড্র থাকার অবস্থায় ইনজুরি টাইমে শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে যায়। চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে প্রথমে গোল খেয়েও সমতায় ফিরেছিল। কিন্তু পরে যে দুটো গোল হজম করেছে তাতে একটু সতর্ক থাকলে পরাজয় এড়ানো যেত।

আজ শেখ রাসেল নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নামছে। প্রতিপক্ষ বর্তমান চাম্পিয়ন ঢাকা আবাহনী। সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আবাহনী থেকে এবার বেশ কজন খেলোয়াড় বের হয়ে গেলেও তাদের শক্তি কমেনি। বরং আগের চেয়ে ব্যালেন্সড দল। মৌসুমের প্রথম ট্রফি ফেডারেশন কাপ জিতেই তা প্রমাণ দিয়েছে। সুতরাং কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি শেখ রাসেল। তবে আবাহনীও ইতিমধ্যে মূল্যবান পাঁচ পয়েন্ট নষ্ট করেছে। সাইফ স্পোর্টিং ও ঢাকা মোহামেডানের বিপক্ষে জয় পেলেও হেরে যায় ফরাশগঞ্জের কাছে। ড্র করেছে টিম বিজেএমসির বিপক্ষে। লিগে কে চ্যাম্পিয়ন হবে সেই হিসাব এখনো অনেক দূরে। তবে আজ যে দল হারাবে তারা লড়াই থেকে পিছিয়ে যাবে। দুই দল তাই জয়ের জন্য মরিয়া। শেখ রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিক বলেন, রক্ষণভাগ সতর্ক থাকলে দুই ম্যাচ হারতে হতো না। যাক যা হয়ে গেছে তা তো ফেরানো যাবে না। সামনের ম্যাচগুলোতে জ্বলে উঠতে হবে। বিশেষ করে ঢাকা আবাহনীর বিপক্ষে জয়টা জরুরি। আশা রাখি ছেলেরা দলকে জয় উপহার দেবে। পাঁচ পয়েন্ট হারিয়ে চাপে আছে আবাহনীও। তারাও আজ গুরুত্বপূর্ণ ম্যাচ জিততে জ্বলে ওঠার চেষ্টা করবে। উপভোগ্য লড়াই হবে আশা করা যায়।

সর্বশেষ খবর