রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বার্সা রিয়াল মাঠে নামছে আজ

ক্রীড়া ডেস্ক

গত বৃহস্পতিবার কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনায় সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্ব জুড়েই নিন্দার ঝড় উঠেছে। ইউরোপে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিশেষ করে স্পেনে। লা লিগা শুরু হয়েছে গত শুক্রবার থেকেই। প্রথমদিনেই জয় পেয়েছে ভ্যালেন্সিয়া ও লেগ্যানেস। ভ্যালেন্সিয়া ১-০ গোলে হারিয়েছে লা পালমাসকে। অন্যদিকে লেগ্যানেস ১-০ গোলে হারিয়েছে অ্যালাভেসকে। আজ মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ন্যু ক্যাম্পে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে রিয়াল বেটিসের। অন্যদিকে দিপোর্তিভোর আতিথ্য বরণ করছে রিয়াল মাদ্রিদ। লা লিগার জন্যও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্পেনীয় কর্তৃপক্ষ। তিন মাসের বিরতির পর শুরু হয়েছে লা লিগা। এ সপ্তাহে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে স্প্যানিশ লিগে। এর মধ্যে তিনটা ম্যাচ হবে আজ। দুই ফেবারিট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ আজই মাঠে নামছে। স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী লা লিগার ম্যাচ শুরুর আগে ফুটবলাররা বার্সেলোনা হামলার ঘটনায় নিহতদের প্রতি সম্মান জানিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর