রবিবার, ২০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

চোখ এখন এশিয়া কাপে

ক্রীড়া প্রতিবেদক

চোখ এখন এশিয়া কাপে

হকি ফেডারেশনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ২৭ আগস্ট ভোট হওয়ার কথা ছিল। কিন্তু দেশে ভয়াবহ বন্যার কথা ভেবে নির্বাচন স্থগিত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন কোনো শিডিউল ঘোষণা করা হয়নি। তবে এশিয়া কাপ হকির আগে নির্বাচন হচ্ছে না তা নিশ্চিত। এবারে হকির নির্বাচন ঘিরে উত্তাপ তৈরি হয়েছিল। সমঝোতার চেষ্টা বৃথা হওয়ার পর দুই প্যানেলে ভাগ হয়ে নির্বাচনের পথে এগোচ্ছিল। হঠাৎ  করে স্থগিত হওয়ার নির্বাচন উত্তাপ শেষ হয়ে গেছে। সবার চোখ এখন এশিয়া কাপে। ১২ অক্টোবর মওলানা ভাসানী স্টেডিয়ামে এই আসরের পর্দা উঠবে। ফিকশ্চারও চূড়ান্ত হয়ে গেছে। এর আগে ১৯৮৫ সালে ঢাকায় এশিয়া কাপ হয়েছিল। ৩২ বছর পর এই আসর ফিরছে নতুন রূপে। আগের বার আয়োজন হয়েছিল তৎকালীন ঢাকা স্টেডিয়ামে। এবার হকির নিজস্ব মাঠ ও ফ্লাড লাইটে। আয়োজনের প্রস্তুতি চলছে পুরো দমে। আগামী মাসের মধ্যেই ফ্লাড লাইট বসানো সম্পন্ন হবে। মাঠ পরিদর্শন করতে গতকাল রাতেই এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী প্রধান কর্মকর্তা দাতো তৈয়ব ইকরামের ঢাকা

আসার কথা। আসরের স্পন্সর হিরো কোম্পানি কর্মকর্তাদেরও আসার কথা। আগামীকাল দুপুরে প্যানপ্যাসিফিক সোনারগাঁ হোটেলে এশিয়া কাপ হকি নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে

হকি ফেডারেশনের সভাপতি বিমানবাহিনীর প্রধান মার্শাল আবু ইসরারসহ তৈয়ব বক্তব্য রাখবেন। এখানেই টুর্নামেন্টের লগো উন্মোচন হবে। এর আগে মাঠ ও বিভিন্ন সুযোগ সুবিধা পর্যবেক্ষণ করবেন এশিয়ান হকি ফেডারেশনের সিইও।

 

সর্বশেষ খবর