সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পাপনের হস্তক্ষেপে স্কোয়াডে মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক

পাপনের হস্তক্ষেপে স্কোয়াডে মুমিনুল

প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে হাফ ছেড়ে বাঁচলেন! মুমিনুল হককে বাদ দেওয়ার পর নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্টকে বসতে হয়েছিল উত্তপ্ত কড়াইয়ে। মুমিনুলকে বাদ দেওয়ার বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণের পর সমালোচনার তরবারি এফোঁড়-ওফোঁড় করেছে তাদের। নির্বাচক ও কোচকে সমালোচনার হাত থেকে অভিভাবক হিসেবে গতকাল উদ্ধার করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতির সরাসরি হস্তক্ষেপে বাদ পড়ার ২৪ ঘণ্টার মধ্যে পুনরায় দলে ফিরলেন মুমিনুল হক। এর ফলে বাদ পড়তে হলো কলম্বোয় বাংলাদেশের ১০০ নম্বর টেস্টে অভিষিক্ত মোসাদ্দেক হোসেন সৈকতকে। স্পিনিং অলরাউন্ডার সৈকতকে বাদ দেওয়া হয়েছে চোখের কর্নিয়ার ইনফেকশনের জন্য। শনিবার আনুষ্ঠানিক সংবাদ সন্মেলন করে বাদ দেওয়া হয় মুমিনুলকে। এরপর থেকেই সংবাদপত্র, ইলেক্ট্র্রনিক মিডিয়া, ফেসবুক, ক্রিকেটপ্রেমীদের আড্ডাজুড়ে শুধুই ‘পকেট ডায়নামাইট’ ব্যাটসম্যান মুমিনুল প্রসঙ্গ। ২২ টেস্টে যার গড় ৪৬.৮৮, রান ১৬৮৮ এবং সেঞ্চুরি ৪টি, সর্বোচ্চ ১৮১ এবং হাফসেঞ্চুরি ১১টি। যা আবার টানা ১১ টেস্টে। পরিসংখ্যান বলে দেশসেরা টেস্ট ক্রিকেটার। অথচ ২৭-৩১ আগস্ট মিরপুর টেস্টের জন্য ঘোষিত প্রথম টেস্টের ১৪ সদস্যের স্কোয়াডে বাদ দেওয়া হয়েছিল। অদ্ভুতুরে দল নির্বাচন করতে যেয়ে মুমিনুলকে বাদ দেওয়ার পক্ষে যে সব যুক্তি উপস্থাপন করেছিলেন প্রধান নির্বাচক নান্নু ও কোচ হাতুরাসিংহে, সেসবে আস্থা পায়নি দেশবাসী। তাই সমালোচনার ঝড়  বয়েছে দেশব্যাপী। আর সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচক প্যানেলকে আড়াল করে তুলোধুনো করা হচ্ছে হাতুরাসিংহেকে। কারণ, সবাই বলেছেন গুডবুকে নেই বলে কোচ ছেঁটে ফেলেছেন মুমিনুলকে।

কোচ ও নির্বাচক প্যানেলের বিতর্কিত সিদ্ধান্তের পর বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেখান থেকে উদ্ধার করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

সর্বশেষ খবর