সোমবার, ২১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

উইকেট নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

উইকেট নিয়ে দুশ্চিন্তায় অস্ট্রেলিয়া

বৃষ্টির আশঙ্কা অনেকটাই কমে গেছে। ভাদ্র মাস শুরু হতেই সূর্য তার পূর্ণ শক্তি নিয়ে উদিত হয়েছে আকাশে। দিন কয়েক আগেও বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে বৃষ্টির শঙ্কা ছিল। এখন আর তেমনটা নেই। ২৭ আগস্ট থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এর জন্য নিজেদের দেশ থেকেই প্রস্তুতি নিয়ে এসেছে অসিরা। তবে এই সিরিজ নিয়ে বেশ দুশ্চিন্তায় আছে অস্ট্রেলিয়া। গতকাল এক সংবাদ সম্মেলনে অসি ক্রিকেটার পিটার হ্যান্ডসকম্ব বলেছেন, ‘উপমহাদেশের উইকেট আমাদের মতো নয়। এ কারণে এখানকার উইকেটে খেলা বেশ চ্যালেঞ্জিং।’ কেবল উইকেটই নয়। বাংলাদেশ দলকেও তিনি বেশ শক্তিশালী বলে উল্লেখ করেছেন। হ্যান্ডসকম্ব বলেন, ‘বাংলাদেশ নিশ্চয়ই নিজেদের কন্ডিশনে খুবই শক্তিশালী দল। আমাদের সবাইকে মিলে একটা পরিকল্পনা করতে হবে এখানে ভালো করার জন্য।’ অসি এ ক্রিকেটারের মতে, বাংলাদেশে আসা বেশিরভাগ ক্রিকেটারেরই উপমহাদেশে খেলার খুব একটা অভিজ্ঞতা নেই। এটাও একটা বড় সমস্যা হতে পারে অস্ট্রেলিয়ার জন্য। অবশ্য বাংলাদেশের সঙ্গে টেস্ট সিরিজটাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে অসিরা। এর কারণ, ভারতের সঙ্গে সিরিজও বেশি দূরে নয়।

সর্বশেষ খবর