শিরোনাম
মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

টেস্ট ক্রিকেট সত্যিই কঠিন

ক্রীড়া প্রতিবেদক

টেস্ট ক্রিকেট সত্যিই কঠিন

সামনেই টেস্ট লড়াই। তাই নিজেদের ফিটনেসটা ভালোভাবেই যাচাই করে নিচ্ছেন তামিম সাকিব মুস্তাফিজরা —বাংলাদেশ প্রতিদিন

প্রথমে ১৪ সদস্যের দলে রাখা হয়নি টেস্টে গড়ে সবচেয়ে বেশি রান করা মুমিনুল হককে। নির্বাচকরা তাকে ‘অফ-ফর্ম’-এর অজুহাতে বাদ দিয়েছিলেন। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনের হস্তক্ষেপে দলে নেওয়া হয়েছে মুমিনুলকে। আর এতে কপাল পুড়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের। মুমিনুলকে জায়গা করে দিতে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও মোসাদ্দেককে বাদ দেওয়ার কারণ হিসেবে তার চোখের ‘ইনফেকশন’ সামনে আনা হয়েছে। তবে রদবদলের এ ঘটনা দলের অন্য ক্রিকেটারদের মাঝেও প্রভাব ফেলেছে।

কাল অনুশীলনের আগে এ সম্পর্কে পেসার তাসকিন আহমেদ বলেন, ‘মুমিনুল ভাইয়ের ফিরে আসাটা আনন্দের ব্যাপার। আবার মোসাদ্দেকের না থাকাটা দুঃখজনক। চোখের অসুস্থতার কারণে সে খেলতে পারল না। অর্থাৎ আনন্দ যেমন হচ্ছে, আবার খারাপও লাগছে।’

বাংলাদেশ দলে এখন অনেক পারফরমার। ১৪ জনের দল নির্বাচন করতে গিয়ে মধুর সমস্যায় পড়েছিলেন তারা। এ দলে সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন তাসকিন, ‘টেস্ট স্কোয়াডে থাকার ব্যাপারটা শান্তি পাওয়ার মতো। আমি নিজেকে ভাগ্যবান মনে করি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে থাকতে পেরে আমি আনন্দিত।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট শুরু হবে ২৭ আগস্ট। প্রথম টেস্টের দলে পেসার হিসেবে মুস্তাফিজুর রহমান ও শফিউল ইসলামের সঙ্গে রয়েছেন তাসকিন আহমেদও। সব শেষ ম্যাচে দেশের মাটিতেও জিতেছে বাংলাদেশ (ইংল্যান্ডের বিরুদ্ধে) এবং দেশের বাইরেও জিতেছে (শ্রীলঙ্কার বিরুদ্ধে)। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী তাসকিন, ‘সত্যি কথা বলতে গেলে, দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট, এটা আনন্দের ব্যাপার। ইংল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটা জিতেছি, তা আমাদের অনুপ্রাণিত করে। আত্মবিশ্বাসটা সেখান থেকে বেড়েছে। শ্রীলঙ্কার মাটিতে তাদের হারিয়েছি। এ কারণেই বিশ্বাসটা বেশি। চার-পাঁচ বছর আগে, যখন টিভিতে খেলা দেখতাম, তখনকার চেয়ে বিশ্বাসটা এখন অনেক বেশি। লড়াই করার এবং জেতার।’

বাংলাদেশের উইকেট হচ্ছে স্পিনারদের জন্য স্বর্গ। সব শেষ সিরিজে ইংল্যান্ড বাংলাদেশের স্পিনারদের কাছেই ধসে পড়েছিল। এই সিরিজেও অস্ট্রেলিয়ার স্পিনারদের চেয়ে এগিয়েই থাকবে বাংলাদেশ। পেস বোলিংয়েও আত্মবিশ্বাসের কথা শোনালেন তাসকিন, ‘ওদের (অস্ট্রেলিয়া) পেসাররা অবশ্যই ভালো। তবে আমরাও ফেলে দেওয়ার মতো নই। আমাদের পেসাররা অনেক বড় ম্যাচ জিতিয়েছে। আমরা এই সিরিজেও ভালো কিছু করতে পারি। সেরকম বিশ্বাস আমাদের আছে।’

তবে অস্ট্রেলিয়ার চেয়ে নিজেদের কিছুটা পিছিয়েই রাখলেন তাসকিন, ‘ওদের তুলনায় আমরা পিছিয়ে। তবে অনুশীলন করতে করতে আমরা আগের চেয়ে ভালো। রিভার্স সুইং বলেন বা সুইং বলেন, সবকিছু নিয়ে আমরা কাজ করছিলাম। আশা করছি আগে যা করতে পারিনি এখন তা পারব।’

পেস বোলিংয়ে বাংলাদেশের প্রধান অস্ত্র মুস্তাফিজুর রহমান। একাদশে কাটার মাস্টারের সঙ্গে দেখা যেতে পারে শফিউল কিংবা তাসকিনের মধ্যে একজনকে। তবে মুস্তাফিজ শেষ কয়েকটা ম্যাচে ভালো করতে পারেননি। কিন্তু এ নিয়ে চিন্তার কোনো কারণ নেই বলে মনে করেন তাসকিন, ‘মুস্তাফিজের কাছে সব সময় আমাদের আশা বেশি থাকে। আল্লাহর রহমতে সে আশা পূরণও করে। হয়তো শেষ কয়েকটা ভালো হয়নি। বিশ্বের সেরা বোলারদেরও দু-একটা ম্যাচ খারাপ হয়। এ নিয়ে আমাদের চিন্তা নেই। আশা করি ও কামব্যাক করবে। আমাদেরও অনেক দায়িত্ব আছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করার। অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম সেরা দল। ওদের চেয়ে আমরা উইকেট ভালো বুঝি। কারণ সবকিছু আমাদের চেনা আছে। আশা করছি সিরিজে আমরা ভালো কিছু করব।’

নিজের সম্পর্কে তাসকিনের ভাবনা, ‘সত্যি কথা বলতে কি, আমি বেশি টেস্ট খেলিনি। চারটা ম্যাচ খেলে আমার মনে হয়েছে এই ফরম্যাট অনেক কঠিন। আগে তো শুধু্ ওয়ানডে—টি-২০ খেলতাম। এখন টেস্টও খেলছি। টেস্টে প্ল্যান অনুযায়ী খেলতে হয়। পেসে পরিবর্তন দরকার হয়। আশা করি পরিস্থিতি অনুযায়ী খেলতে পারব।’

তাসকিনের কাছে টেস্টে প্রতিটি উইকেটই মূল্যবান। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি ম্যাচ-জয়ী স্পেল করতে চান। তাসকিন বলেন, ‘উইনিং স্পেল মানে ৫-৭টি উইকেট নেওয়া নয়। বরং ভালো কিছু ওভার করা। দেখা গেল স্পিনাররা ৫-৭টি উইকেট নিয়েছে। এর মাঝখানে ২টি উইকেট নিয়ে নিলাম; যা দলকে উপকার করে দেবে। এমন কিছুই করতে চাই। পুরনো বলে রিভার্স সুইংটা করতে চাই। এসব নিয়ে কাজ করছি। আশা করি ভবিষ্যতে অনেক কাজে দেবে।’

সর্বশেষ খবর