মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রামোসের লাল কার্ডের রেকর্ড

ক্রীড়া ডেস্ক

ভিন্ন স্বাদের এক রেকর্ড গড়লেন রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস। লা লিগায় সবচেয়ে বেশি ১৮টি লাল কার্ড দেখেছেন তিনি। রবিবার রাতে দিপোর্তিভো লা করুনার মাঠে দলের ৩-০ গোলের জয়ের ম্যাচে অতিরিক্ত সময়ে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন এ স্প্যানিশ ডিফেন্ডার। এর আগেই গ্যারেথ বেল, ইসকো ও টনি ক্রুজের গোলে জয় নিশ্চিত করে ফেলে জিনেদিন জিদানের শিষ্যরা। ম্যাচের ৫৩তম মিনিটেই লাল কার্ড পেতে পারতেন রামোস। দিপোর্তিভোর এক ডিফেন্ডারের মুখে হাত তোলায় সেবার হলুদ কার্ড দেখিয়েই ক্ষান্ত দেন রেফারি।  অতিরিক্ত সময়ে বল দখলের লড়াইয়ে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউলের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডের ইশারায় মাঠ ছাড়েন রিয়াল অধিনায়ক। লা লিগায় সর্বোচ্চ ১৮টি লাল কার্ড পাওয়া বাকি দুই খেলোয়াড় সেভিয়ার ডিফেন্ডার পাবলো আলফারো ও রিয়াল জারাগোজার কিংবদন্তি শাভি আগুয়াদো।

সর্বশেষ খবর