বুধবার, ২৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রুনির ২০০ গোল

ক্রীড়া ডেস্ক

রুনির ২০০ গোল

ম্যানচেস্টার সিটি নিজেদের মাঠে এগিয়ে যাওয়ার বেশ কয়েকটা সুযোগ পেয়েও ব্যর্থ হলো। তবে সুবিধাটা পূর্ণ রূপেই কাজে লাগালেন ইংলিশ তারকা ওয়েইন রুনি। এভারটনে এসেই তিনি আলো ছড়াতে শুরু করেছেন। গত সোমবার ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যাচের ৩৫তম মিনিটে গোল করে এভারটনকে এগিয়ে দেন রুনি। লিগে প্রথম ম্যাচেও গোল করেছিলেন ম্যানইউ থেকে এ মৌসুমেই এভারটনে আসা ইংলিশ তারকা। ম্যানসিটির বিপক্ষে গোলের মধ্য দিয়ে একটা দারুণ রেকর্ডই গড়েন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্বিতীয় তারকা হিসেবে তিনি ২০০তম গোলের মাইলফলক স্পর্শ করেন। এর আগে কেবল ইংলিশ তারকা অ্যালান শিয়ারার এই মাইলফলক স্পর্শ করেছেন। শিয়ারার তার ক্যারিয়ারে ইংলিশ লিগে ২৬০টি গোল করেছেন। এই রেকর্ড স্পর্শ করতে অবশ্য আরও অনেকটা সময় অপেক্ষা করতে হবে রুনিকে। ম্যানসিটি পিছিয়ে পড়ার পর পদে পদেই ভুল করতে শুরু করেছিল। এরই ফল হিসেবে প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে পর পর দুটি হলুদ কার্ড দেখে লাল কার্ডের ইশারায় মাঠ ছাড়েন এ মৌসুমেই ম্যানসিটিতে যোগ দেওয়ার ইংলিশ স্ট্রাইকার কাইল ওয়াকার। এরপর ১০ জনের দল নিয়ে খেলে যায় ম্যানসিটি। এক সময় পরাজয়ের শঙ্কা পেয়ে বসেছিল স্বাগতিকদের। তবে ম্যাচের ৮২তম মিনিটে দলকে সমতায় ফেরান ইংলিশ তারকা রহিম স্টারলিং। এর কয়েক মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এভারটনের মিডফিল্ডার মর্গান। শেষ কয়েক মিনিট দুই দলই ১০ জন নিয়ে লড়াই করে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর