বুধবার, ৩০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

দূরপাল্লা সাঁতারে সেনা ও নৌবাহিনীর সাফল্য

ক্রীড়া ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের ভাগীরথী নদীতে ৭৪তম বিশ্ব দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতায় বাংলাদেশ ১৯ কিলোমিটার ইভেন্টে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে সবকয়টি পদক জয় করেছে। প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক ফয়সাল আহমেদ মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে বহরমপুর পর্যন্ত ১৯ কিলোমিটার পথ অতিক্রম করতে সময় নেন ২ ঘণ্টা ১২ মিনিট। দ্বিতীয় হওয়া নৌবাহিনীর পলাশ চৌধুরী সময় নেন ২ ঘণ্টা ১৬ মিনিট এবং তৃতীয় স্থান অর্জনকারী সেনাবাহিনীর সৈনিক জুয়েল আহম্মেদ সময় নেন ২ ঘণ্টা ১৬ মিনিট ০১ সেকেন্ড। অন্যদিকে মহিলাদের ১৯ কিলোমিটার ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারু নাজমা খাতুন ২ ঘণ্টা ২৩ মিনিট সময় নিয়ে দ্বিতীয় স্থান, নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা ২ ঘণ্টা ২৫ মিনিট সময় নিয়ে ৪র্থ স্থান এবং সেনাবাহিনীর সৈনিক নাঈমা আক্তার ৯ম স্থান লাভ করে।

সর্বশেষ খবর