বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

স্পিন জাদুতেই বাজিমাত

ক্রীড়া প্রতিবেদক

স্পিন জাদুতেই বাজিমাত

মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রানের ঐতিহাসিক জয়ের নায়ক সাকিব আল হাসানকে বলাই যায়! মেনে না নেওয়ার কোনো কারণও নেই। ব্যাটিংয়ে ৮৪, ৫ এবং বোলিংয়ে ৬৮ রানে ৫ উইকেট এবং ৮৫ রানে ৫ উইকেট-পারফরম্যান্সই বলে, ‘ওয়ান ম্যান আর্মি’। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব ব্যাটিং ও বোলিং সৌকর্য দেখিয়ে জাত চিনিয়ে নিজেকে ঠাঁই দিলেন অনন্য উচ্চতায়। সাকিব এখন বিশ্বসেরা অলরাউন্ডার। ৩০ বছর বয়স্ক ক্রিকেটার আগামী পাঁচ বছরে বিশ্বের সবচেয়ে সফল বাঁ হাতি স্পিনার হবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ৫০ টেস্ট ক্যারিয়ারে তার উইকেট ১৮৬টি। বাঁ হাতি স্পিনারদের মধ্যে সর্বোচ্চ ৩৬৬ উইকেট শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের। হেরাথকে টপকে যেতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে সাকিবকে। কিন্তু শীর্ষ পাঁচ বাঁ হাতি স্পিনারের তালিকায় এরই মধ্যে জায়গা করে নিয়েছেন সাকিব। সাকিব যেমন বিশ্বসেরা স্পিনারদের একজন। তেমনি তার নেতৃত্বে মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলামকে নিয়ে গড়া বাংলাদেশের স্পিন বিভাগ এখন যে কোনো দলের বিপক্ষে হুমকি। ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়াকে হারের কালিমা লেপে দিয়েছে এই তিন স্পিনার। বিশ্ব ক্রিকেটে বাঁ হাতি স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথের। ৭৯ টেস্টে হেরাথের উইকেট ৩৬৬। এরপর নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরির ১১৩ টেস্টে ৩৬২, তিন নম্বরের ইংল্যান্ডের ডেরেক আন্ডাওডের উইকেট ৮৬ টেস্টে ২৯৭ এবং চার নম্বরে রয়েছে ভারতের বিশেন সিং বেদীর উইকেট ২৬৬। সাকিবের উইকেট ৫০ টেস্টে ১৮৬। মিরপুর টেস্ট খেলে তিনি পেছনে ফেলেছেন ইংলিশ স্পিনার টনি লককে। মিরপুরের আগে বাংলাদেশের ১০০ নম্বর টেস্টে কলম্বোয়ও দারুণ বোলিং করেছিলেন সাকিব। কলম্বোয় ঐতিহাসিক জয়ের টেস্টে নিয়েছিলেন ৯ উইকেট। তার দুই সহযোগীও কিন্তু দারুণ করছেন। বিশেষ করে মিরাজ অভিষেকের পর থেকেই দুরন্ত বোলিং করছেন। গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ১০৮ রানের জয়ের নায়ক ছিলেন মিরাজ। ওই টেস্টে উইকেট নিয়েছিলেন ১২টি। প্রায় এক বছর পর মিরপুরে ফের অসিদের বিপক্ষে উইকেট নিয়েছেন ৫(৩/৬২+২/৮০)। কলম্বোয় শততম টেস্টে মিরাজের শিকার ছিল ৪ (৩/৯০+১/৭১)। বাঁ হাতি স্পিনার তাইজুলও কিন্তু কম যাচ্ছেন না। ১৪ টেস্টে তার শিকার ৫২ উইকেট। গতকাল মিরপুরে অস্ট্রেলিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন তাইজুল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর