বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

কোয়ার্টার ফাইনালে ফেদেরার-নাদাল

ক্রীড়া ডেস্ক

কোয়ার্টার ফাইনালে ফেদেরার-নাদাল

কন্যা সন্তানের জন্ম দিয়েছেন মহিলা টেনিসের সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড় সেরেনা উইলিয়ামস। সেরেনা মা হওয়ার পর রাফায়েল নাদাল, মুগুরুজাদের মতো তারকা টেনিস খেলোয়াড়রা অভিনন্দন জানাচ্ছেন। সন্তান জন্ম দিবেন বলে বহুদিন ধরে কোর্টের বাইরে ২৩টি গ্রান্ডস্লামজয়ী সেরেনা। খেলছেন না চলমান ইউএস ওপেনে। সেরেনার অনুপস্থিতিতে বিশ্বের সেরা চারটি গ্রান্ডস্লামের অন্যতম আসর ইউএস ওপেন জৌলুস হারিয়েছে বেশ। তারপরও রজার ফেদেরার ৩৭ বছর বয়সে রাজত্ব দীর্ঘায়িত করতে রাজকীয়ভাবে খেলে চলেছেন। বছরের শেষ গ্রান্ডস্লামের কোয়ার্টার ফাইনালে উঠেছেন সুইস তারকা। তার সঙ্গী হিসেবে শেষ আটে জায়গা করে নিয়েছেন সাবেক বিশ্বসেরা নাদাল।

চতুর্থ রাউন্ডে ফেদেরার খেলেছেন পিঠের সমস্যা নিয়ে। তারপরও কোয়ার্টার ফাইনালে উঠতে কোনো সমস্যা হয়নি। তৃতীয় বাছাই ফেদেরার খুব সহজেই ৬-৪, ৬-২, ৭-৫ গেমে হারান জার্মানির ফিলিপ কোলশ্রাইবারকে। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ১৯টি গ্রান্ডস্লামজয়ী ৩৬ বছর বয়সী ফেদেরার মুখোমুখি হবেন আর্জেন্টিনার জুয়ান মার্টিন দেল পোত্রোর সঙ্গে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা আর্জেন্টাইন এই খেলোয়াড় ১-৬, ২-৬, ৬-১, ৭-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন অস্ট্রিয়ার ডমিনিক টিমকে। ১০টি গ্রান্ডস্লামজয়ী নাদালও জিতেছেন সরাসরি ব্যবধানে। ৩১ বছর বয়সী স্পেনিশ ৬-২, ৬-৪ ও ৬-১ গেমে উড়িয়ে দিয়েছেন ইউক্রেনের আলেক্সান্দার ডোলগোপোলভকে। শেষ আটের লড়াইয়ে নাদাল খেলবেন রাশিয়ার আন্দ্রে রুভলেভের সঙ্গে।

সর্বশেষ খবর