বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শেখ রাসেল মোহামেডান মুখোমুখি

ক্রীড়া প্রতিবেদক

অবস্থানটা আরও উঁচুতে থাকার কথা। শক্তিশালী দল গড়ার পরও শেখ রাসেল ক্রীড়া চক্র ও ঢাকা মোহামেডান লিগ টেবিলে বেশ পেছনেই আছে। মুক্তিযোদ্ধাকে বড় ব্যবধানে হারিয়ে উড়ন্ত সূচনা করেছিল শেখ রাসেল। পরবর্তীতে মানিকের শিষ্যরা ছন্দ যেন হারিয়ে ফেলে। ৬ ম্যাচে দুই জয় ও ১ ড্র ৭ পয়েন্ট নিয়ে তারা ছয় নম্বরে। অন্যদিকে মোহামেডান সমান ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান সাতে। যদিও দুর্ভাগ্যক্রমে তারা কয়েকটি ম্যাচে ধরাশায়ী হয়েছে। যে অবস্থা তাতে পারফরম্যান্সের পরিবর্তন ঘটাতে না পারলে তাদের রেলিগেশন ফাঁদে পড়ার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। পেশাদার ফুটবল লিগে আজ শেখ রাসেল ও মোহামেডান মুখোমুখি হচ্ছে। সন্ধ্যা সোয়া ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে। যারা জিতবে তারাই অবস্থানের পরিবর্তন ঘটাবে। এখন দুই দলের যে অবস্থান শিরোপা লড়াইয়ে ফিরে আসার সম্ভাবনা ক্ষীণই বলা যায়। তার পরও তারা একেবারে রেসের বাইরে চলে যায়নি। ম্যাচটি দুই দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

সর্বশেষ খবর