শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

রেকর্ড গড়লেন নাথান

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে

অস্ট্রেলিয়ার ১৩৮ বছরের ইতিহাস ভেঙে দিলেন নাথান লিয়ন। দুই টেস্টের সিরিজে সর্বোচ্চ ১৮ উইকেট শিকার করেছিলেন জে জে ফেরিস। ১৮৮৭ সালের জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে নাথান পেলেন ২২ উইকেট। দুই ম্যাচের টেস্ট সিরিজে সমান উইকেট রয়েছে মুরালিধরনেরও। তিনি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে এই রেকর্ড গড়েছিলেন। অবশ্য দুই টেস্টের সিরিজে রঙ্গনা হেরাথ সর্বোচ্চ ২৩টি উইকেট শিকার করে সবার উপরে আছেন। তিনি ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে এই রেকর্ড গড়েছিলেন। দারুণ একটা রেকর্ড গড়েছেন। টানা তিন ইনিংসে ৫ উইকেট শিকার করেও একটা রেকর্ড গড়েছেন তিনি। পরের ইনিংসে এই কীতি গড়তে পারলেই তিনি স্পর্শ করবেন শেন ওয়ার্নকে। অবশ্য টানা ৬ ইনিংসেও পাঁচ উইকেট শিকারের ঘটনা আছে। লিয়নেরই স্বদেশি টার্নার টানা ৬ ইনিংসে ৫টি কিংবা তার চেয়ে বেশি করে উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন ১৮৮৮ সালে। সেই রেকর্ড এখনো কেউ ভাঙতে পারেননি। দেখা যাক, নাথান ভাঙতে পারেন কি না! এক সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় নাথান অবশ্য অনেকটা নিচে। ১৯১৩-১৪ সালে ইংল্যান্ডের বার্নেস চার ম্যাচের এক টেস্ট সিরিজে শিকার করেছিলেন ৪৯ উইকেট। ওই রেকর্ডটা কেউই ভাঙতে পারেননি এখনো। ১৯৫৬ সালে পাঁচ ম্যাচের এক টেস্ট সিরিজে ইংল্যান্ডেরই ল্যাকার শিকার করেছিলেন ৪৬ উইকেট। বার্নেসের রেকর্ডটা শতায়ু হয়েছে চার বছর আগেই। দ্বিতীয় অস্ট্রেলিয়ান অফ স্পিনার হিসেবে দুইবার ম্যাচে দশ উইকেট শিকারের গৌরব অর্জন করলেন নাথান লিয়ন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর