শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

অল আমেরিকান ফাইনাল

ক্রীড়া ডেস্ক

অল আমেরিকান ফাইনাল

ম্যাডিসন কিস - স্লোয়ান স্টিফেন্স

ছোট বোন সেরেনা উইলিয়ামস নেই। কিছুদিন আগে মা হয়েছেন বিশ্বের অন্যতম সেরা মহিলা টেনিস খেলোয়াড়। সেরেনা না খেললেও ছিলেন তার বড় বোন ৩৭ বছর বয়সী ভেনাস উইলিয়ামস। ফাইনালে ওঠার লড়াইয়েও ছিলেন। কিন্তু পারেননি। হেরে যান স্বদেশি স্লোয়ান স্টিফেন্সের কাছে। বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের মহিলা বিভাগের আরেক ফাইনালিস্ট ম্যাডিসন কিস। ২০০২ সালের পর এই প্রথম ইউএস ওপেনের ফাইনালে খেলছে দুই আমেরিকান। আজ ফাইনাল। ১৯৮১ সালের পর সেমিফাইনালের চারজনই আমেরিকান। পরশু সেমিফাইনালে ভেনাসকে ২-১ সেটে হারিয়ে ফাইনালে ওঠেন স্টিফেন্স। ইনজুরি থেকে ফিরে র‌্যাঙ্কিংয়ের ৮৩ নম্বর স্টিফেন্স প্রথম সেমিফাইনালে জেতেন ৬-১, ০-৬ ও ৭-৫ গেমে। অল আমেরিকান ফাইনালের আগে প্রতিদ্বন্দ্বী ১৫ নম্বর বাছাই ম্যাডিসন কিস ৬-১ ও ৬-২ গেমে হারান স্বদেশি কোকো ভ্যান্ডেওয়েঘকে। ২০০২ সালে শেষ আমেরিকান হিসেবে ইউএস ওপেনের ফাইনালে খেলেছিলেন দুই বোন সেরেনা উইলিয়ামস ও ভেনাস উইলিয়ামস। চ্যাম্পিয়ন হয়েছিলেন ছোট বোন সেরেনা। ক্যারিয়ারে ২৩টি একক গ্র্যান্ড স্লাম জিতেছেন। অন্যদিকে ভেনাস জিতেছেন ৭টি। এবার দুই ফাইনালিস্ট প্রথমবারের মতো কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলছেন। অল আমেরকািন ফাইনাল হচ্ছে বলে আনন্দের শেষ নেই স্টিফেন্সের, ‘সেমিফাইনালে চার আমেরিকানের পর ফাইনাল। আমি মনে করি এটাই আমেরিকান টেনিস সম্পর্কে অনেক কিছু বলে। আমরা কোথায় আছি এখন, এটা বোঝা যায়।’ স্টিফেন্স ইনজুরিতে পড়ে ১১ মাস কোর্টের বাইরে ছিলেন। আগামী নভেম্বরে ২৪ বছরে পা দেবেন কৃষ্ণ সুন্দরী স্টিফেন্স। ফাইনালে ওঠে আনন্দিত স্টিফেন্স বলেন, ‘আমার আনন্দ ভাষায় প্রকাশ করার কোনো শব্দ খুঁজে পাচ্ছি না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর