সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিশ্বসেরা অলরাউন্ডার দুর্নীতি প্রতিরোধে মাঠে নামবেন

নিজস্ব প্রতিবেদক

চলমান দুর্নীতি প্রতিরোধে মাঠে নামছেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। আজ দুর্নীতি দমন কমিশন-দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদের সঙ্গে দেখা করে সম্মতির কথা জানাবেন সাকিব। সকাল সাড়ে ১০টায় দুদকের সঙ্গে সাকিব আল হাসানের একটি সমঝোতা পত্রে স্বাক্ষর অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। দুদকের প্রস্তাবে সাকিব আল হাসান সম্মতি জানানোর পর এ উদ্যোগ গ্রহণ করেছে দুদক। বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। ক্রিকেটার সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট দলের অধিনায়ক। তিনি এ পর্যন্ত ১৮৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৫১টি। ওয়ানডে ম্যাচ খেলেছেন ১৭৭টি। টেস্ট এবং ওয়ানডে নিয়ে মোট রান করেছেন ৮ হাজার ৫৭৭। এ ছাড়া তিনি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলেছেন। কীর্তিমান এ ক্রিকেটার টেস্টে ৫টি সেঞ্চুরি করেছেন। ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন ৭টি। আর হাফ সেঞ্চুরি করেছেন ৩৪টি। মাগুরা জেলার বাসিন্দা সাকিব বিবাহিত। তার একটি কন্যাসন্তান রয়েছে।

সর্বশেষ খবর