সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

গার্ডিওলা-মরিনহো সমানে সমান

ক্রীড়া ডেস্ক

ম্যানচেস্টার সিটির দায়িত্বে আছেন পেপ গার্ডিওলা। ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে আছেন হোসে মরিনহো। বর্তমান ফুটবল দুনিয়ায় দুই পুরনো প্রতিদ্বন্দ্বী। বার্সা-রিয়ালে দুজনের রসায়নটা বেশ জমেছিল। এবার ইংলিশ প্রিমিয়ার লিগে দুই প্রতিদ্বন্দ্বীর লড়াইটাও বেশ জমেছে। গত মৌসুমে অবশ্য খুব একটা ভালো করতে পারেননি কেউই। এবার দুজনই ছুটে চলেছেন শিরোপার আশায়। চার ম্যাচ পর দুজনই আছেন সমান্তরালে। ১০ পয়েন্ট করে সংগ্রহ করেছে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। গোল ব্যবধানে অবশ্য এগিয়ে আছে হোসে মরিনহোর ম্যানইউ। রেড ডেভিলদের গোল ব্যবধান +১০। পেপ গার্ডিওলার গোল ব্যবধান +৮। ম্যানইউর সামনে অবশ্য এককভাবে শীর্ষস্থান দখলের সুযোগ ছিল। গত শনিবার তারা স্টোক সিটির সঙ্গে ২-২ ব্যবধানে ড্র করেছে। জিতলেই দুই পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে থাকতো রেড ডেভিলরা। এদিকে ম্যানসিটি লিভারপুলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তা প্রমাণ করেছে এবার। ইংলিশ প্রিমিয়ার লিগে গত মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল চেলসি। চার ম্যাচে ৯ পয়েন্ট সংগ্রহ করে তিন নম্বরে অবস্থান করছে কন্তের শিষ্যরা। লিভারপুল ৭ পয়েন্ট নিয়ে আছে সাত নম্বরে। অন্যদিকে আর্সেন ওয়েঙ্গারের দল আর্সেনাল ৬ পয়েন্ট সংগ্রহ করে অবস্থান করছে ৯ নম্বরে।

সর্বশেষ খবর