শিরোনাম
মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বার্সেলোনা-জুভেন্টাস মুখোমুখি

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনা-জুভেন্টাস মুখোমুখি

বন্ধু থিয়াগো সিলভার সঙ্গে খোশমেজাজে নেইমার —এএফপি

কাতালান ডার্বিতে ৫-০ গোলে জিতেছে বার্সেলোনা। ওইদিকে জুভেন্টাসও ৩-০ গোলের জয় পেয়েছে শিবোর বিপক্ষে। দুই দলই আছে দুর্দান্ত ফর্মে। পুরনো লড়াইটা বেশ জমবে। আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে ন্যু ক্যাম্পে বার্সেলোনার মুখোমুখি হচ্ছে জুভেন্টাস। গত মৌসুমে এই জুভেন্টাসের কাছে হেরেই কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল কাতালানরা। প্রতিশোধ নেওয়ার সুযোগটা তাড়াতাড়িই পেয়ে গেলেন লিওনেল মেসিরা। এদিকে আজ চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে মাঠে নামছে ফেবারিট বায়ার্ন মিউনিখ, চেলসি, ম্যানইউ এবং নেইমারের পিএসজি। ফ্রেঞ্চ লিগে পিএসজি অনেক আগে থেকেই চ্যাম্পিয়ন দল। কিন্তু উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এখনো নিজেদের প্রমাণ করতে পারেনি তারা। এ কারণেই নেইমারকে দলে নিয়েছে পিএসজি ২২২ মিলিয়ন ইউরো খরচ করে। নেইমার কী পারবেন পিএসজির আশা পূরণ করতে! আজ থেকেই শুরু হবে নেইমারের মিশন। স্কটিশ ক্লাব সেলটিকের মুখোমুখি হচ্ছে পিএসজি। বি গ্রুপে নেইমারের দল মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও অ্যান্ডারলেক্টেরও। দেখা যাক, নেইমার কতদূর যেতে পারেন পিএসজিকে নিয়ে! আজ এ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ-অ্যান্ডারলেক্ট, ম্যানইউ-ব্যাসেল, চেলসি-ক্যারাবাগ, রোমা-অ্যাটলেটিকো, বেনফিকা-সিএসকেএ মস্কো এবং অলিম্পিয়াকস-স্পোর্টিং।

সর্বশেষ খবর