বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

শিরোপায় দৃষ্টি মোশাররফের

ক্রীড়া প্রতিবেদক

একদিন পরেই মাঠে গড়াচ্ছে ওয়ালটন জাতীয় ক্রিকেট। দুই টায়ারে বিভক্ত হয়ে খেলবে আট দল। শিরোপার লড়াইয়ে মাঠে নামবে প্রথম টায়ারের চার দল— খুলনা, ঢাকা, বরিশাল ও রংপুর। জাতীয় বর্তমান চ্যাম্পিয়ন খুলনা বিভাগ, রানার্স আপ ঢাকা বিভাগ। গত আসরে একটুর জন্য শিরোপা হাতছাড়া হয়ে গেলেও এবার শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী ঢাকা। গতকাল ঢাকার তারকা ক্রিকেটার মোশাররফ হোসেন  রুবেল বলেন, ‘আমাদের টার্গেট অবশ্যই ভালো কিছু। আমরা যেহেতু প্রথম স্তরে খেলব অবশ্যই আমাদের চ্যাম্পিয়ন্স হওয়াই মূল টার্গেট। শেষবার আমরা চ্যাম্পিয়ন্স হতে পারিনি। এবার চ্যাম্পিয়ন্স হওয়ার লক্ষ্য নিয়েই শুরু করব। আমাদের হাতে সময় কম, আমরা চেষ্টা করছি এ সময়ের মধ্যে সবাইকে কীভাবে খেলার মধ্যে নিয়ে আসা যায়।’ ঢাকা দল সম্পর্কে মোশাররফ বলেন, ‘আমরা অনেক দিন ধরেই একটা দলে খেলছি। আমরা অনেক ভালো দল, ব্যালেন্স দল। ভালো খেলে আসছি, চ্যাম্পিয়ন্স হচ্ছি, রানার্স-আপ হচ্ছি। দু-একজন খেলোয়াড় এদিক-ওদিক হতে পারে, তাছাড়া আমাদের একই দল। আশা করছি এবারও আমরা ভালো রেজাল্ট করতে পারব।’ গত আসরে জাতীয় লিগে ম্যাচ ফি ছিল ২৫ হাজার। এবার বাড়িয়ে করা হয়েছে ৩৫ হাজার। ম্যাচ ফি বাড়ানোর কারণে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে বলে মনে করেন মোশাররফ, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে আগে এত টাকা ছিল না, তাতে সবার মধ্যে গা-ছাড়া ভাব ছিল।

সর্বশেষ খবর