বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

দারুণ জয়ে মিশন শুরু নেইমারের

ক্রীড়া ডেস্ক

দারুণ জয়ে মিশন শুরু নেইমারের

ফরাসি ফুটবলে দীর্ঘদিন আধিপত্য করলেও ইউরোপিয়ান ফুটবলে এখনো দ্বিতীয় সারির দল পিএসজি। এ কারণেই তারা নেইমারকে বিশাল অঙ্কের টাকার বিনিময়ে দলে নিয়েছে। লক্ষ্য, চ্যাম্পিয়ন্স লিগ জয়। পিএসজির লক্ষ্য পূরণের পথে শুরুতেই বিশাল জয় পেলেন নেইমার। গত মঙ্গলবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে স্কটিশ ক্লাব সেলটিককে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে শুভযাত্রা করেছেন ব্রাজিলিয়ান তারকা। পিএসজির এ জয়ে দুটি গোল করেছেন উরুগুয়ের এডিসন কাভানি। এ ছাড়াও একটি করে গোল করেছেন নেইমার এবং এমবাপ্পে। অপর গোলটি আত্মঘাতী। দারুণ এ জয়ের পর নেইমার উচ্ছ্বসিত। এবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ের আশাই করেন তিনি। বার্সেলোনায় যেমন গড়ে উঠেছিল ‘এমএসএন’ ত্রয়ী তেমনি পিএসজিতেও গড়ে উঠেছে ‘এমসিএন’ ত্রয়ী। এমবাপ্পে, কাভানি ও নেইমার মিলে এই ত্রয়ী গড়ে তুলেছেন। দেখা যাক, এমসিএন কতদূর নিয়ে যেতে পারে পিএসজিকে! এদিকে ‘বি’ গ্রুপের অন্য ম্যাচে নিজেদের মাঠে বেলজিয়াম ক্লাব অ্যান্ডারলেক্টকে ৩-০ গোলে হারিয়েছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শুরুতেই ১০ জনের দলে পরিণত হওয়া বেলজিয়ামের দলটির জালে গোল তিনটি করেন রবার্তো লেওয়ান্দোভস্কি, থিয়াগো আলকান্তারা ও কিমিচ।

সর্বশেষ খবর