শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

লড়াই করে জাপানের কাছে হার কৃষ্ণাদের

ক্রীড়া প্রতিবেদক

লড়াই করে জাপানের কাছে হার কৃষ্ণাদের

থাইল্যান্ডে অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশ ও জাপানের উত্তেজনাপূর্ণ মুহূর্ত

ক্রিকেটের মতো না হলেও ফুটবলেও কখন কী ঘটে বলা মুশকিল। আন্তর্জাতিক টুর্নামেন্টে ছোটদের কাছে বড়রা হারার অঘটনও কম ঘটছে না। তবে এএফসি অনূর্ধ্ব-১৬ চূড়ান্ত পর্বে গতকাল জাপানের মেয়েরা যে জিতবেন এ নিয়ে সন্দেহ ছিল না কারও। শেষ পর্যন্ত তা-ই হয়েছে, বাংলাদেশকে গ্রুপ ম্যাচে হারিয়ে জাপান পুরো পয়েন্টই সংগ্রহ করেছে। উদ্বোধনী ম্যাচে চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার কাছে গোলের বন্যায় ভেসে গিয়েছিলেন কৃষ্ণারা। জাপানও কম শক্তিশালী নয়, তারাও টুর্নামেন্টে শিরোপা জেতার সামর্থ্য রাখে। এখান থেকে সেরা তিন দল সামনে অনূর্ধ্ব-১৭ ফুটবলে বিশ্বকাপে সুযোগ পাবে। জাপান সেই মিশনে মাঠে নেমেছে। দলীয় কোচ ম্যাচের আগে কৃষ্ণাদের সমীহ করে বলেছিলেন, ‘উত্তর কোরিয়ার কাছে বাংলাদেশ কত গোল খেয়েছে তা হিসাব করছি না। এটুকু বলব, যোগ্য প্রতিপক্ষের বিপক্ষে লড়তে হবে। তা না হলে বাংলাদেশ চূড়ান্ত পর্বে খেলছে কীভাবে?’ প্রফেশনাল টিম লিডারের প্রফেশনাল কথা। কাউকে হেয় করে দেখার সুযোগ নেই। মেয়েদের মূল বিশ্বকাপে যাদের ট্রফি জেতার কৃতিত্ব রয়েছে সেই জাপান যদি কোমর বেঁধে নামে তাহলে কি তাদের আটকানো যায়। সত্যি বলতে কি থাইল্যান্ডে কালকের ম্যাচে কৃষ্ণাদের মূল লক্ষ্য ছিল কম গোলে হারা। এ ক্ষেত্রে সফল হয়েছেন বলা যায়। কেননা উত্তর কোরিয়ার কাছে ৯ গোলে বিধ্বস্ত হলেও কাল হেরেছেন ৩-০ গোলে। এ হারে বাংলাদেশের সেমিতে ওঠার আশা শেষ হয়ে গেল। অবশ্য কৃষ্ণারা শেষ চারে খেলবেন এই আশা কেউ করেননি। ফুটবলের এমন দুর্দিনে এশিয়ার সেরা আট দলে খেলছেন এটাই বড় প্রাপ্তি। ১৭ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ম্যাচেও টার্গেট একটাই— যত কম গোলে মাঠ ছাড়া যায়।

সর্বশেষ খবর