শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
অলিম্পিক গেমস

২০২৪ প্যারিস, ২০২৮ লস অ্যাঞ্জেলেসে

ক্রীড়া ডেস্ক

২০২০ সালে জাপানের টোকিওতে পর্দা উঠবে অলিম্পিক গেমসের। দুনিয়া সেরা এই গেমসের পরবর্তী দুই ভেন্যুও চূড়ান্ত হয়ে গেছে। ২০২৪ সালে অলিম্পিক হবে ফ্রান্সের প্যারিসে। আর ২০২৮ সালের আসর বসবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেসে। আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা বুধবার আনুষ্ঠানিকভাবে দুই শহরের নাম ঘোষণা করে। অন্য কোনো দেশ প্রার্থী না হওয়ায় আগেই ঠিক হয়েছিল দুই অলিম্পিকের আয়োজক কারা হবে। তবে দুটি শহরই ২০২৪ সালে অলিম্পিক করতে চেয়েছিল। পরে লস অ্যাঞ্জেলেস দাবি থেকে সরে যাওয়ার পরই প্যারিসের নাম চূড়ান্ত হয়েছিল। বাকি ছিল শুধু ঘোষণার আনুষ্ঠানিকতা। এর আগে ১৯২৪ সালে প্যারিস অলিম্পিকের আয়োজন করে। ১০০ বছর পর দেশটি আরেকটি অলিম্পিকের আয়োজন করতে যাচ্ছে। অন্যদিকে ১৯৩২ ও ১৯৮৪ সালে অলিম্পিকের আয়োজন করেছিল লস অ্যাঞ্জেলেস। অর্থাৎ ২০২৮ সালে এই শহরে তৃতীয়বারের বিশ্বসেরা গেমস অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সর্বশেষ খবর