শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ব্রাজিলকে টপকে শীর্ষে জার্মানি

ক্রীড়া ডেস্ক

দীর্ঘদিন পর ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছিল ব্রাজিল। এর আগে আর্জেন্টিনা আর জার্মানির মধ্যে চালাচালি হয়েছিল স্থানটা। দীর্ঘদিন পর আবারও ব্রাজিলের কাছ থেকে স্থানটা কেড়ে নিল জার্মানি। মূলত গত কয়েক ম্যাচের ফলাফলই ফিফা র‍্যাঙ্কিংয়ে প্রভাব বিস্তার করেছে। ব্রাজিল প্রীতি ম্যাচে হেরেছে আর্জেন্টিনার কাছে। জয় পেয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে। তবে ড্র করেছে কলম্বিয়ার সঙ্গে। এর ফলেই পয়েন্ট হারিয়েছে শীর্ষে থাকা ব্রাজিল। অন্যদিকে জার্মানি সর্বশেষ ড্র করেছে গত জুনে। এরপর টানা পাঁচ ম্যাচ জয় করেছে জার্মানরা। ফিফা কনফেডারেশন্স কাপ জয় করেছে জার্মানি। বিশ্বকাপ বাছাই পর্বে হারিয়েছে চেক প্রজাতন্ত্র এবং নরওয়েকে। এসব কারণেই ব্রাজিলকে টপকে শীর্ষে উঠেছে জার্মানি। আর বাংলাদেশ আরও সাত ধাপ পিছিয়েছে। ১৯৬ নম্বরে অবস্থান করছে লাল-সবুজের দল। এশিয়ান অঞ্চলে সবার উপরে অবস্থান করছে ইরান (২৫ নম্বরে)।

সর্বশেষ খবর