মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পেনাল্টি নিয়ে নেইমার-কাভানি তর্ক

ক্রীড়া ডেস্ক

পেনাল্টি নিয়ে নেইমার-কাভানি তর্ক

বার্সেলোনায় লিওনেল মেসিই ছিলেন মাঠের নেতা। তিনিই সিদ্ধান্ত নিতেন, কে পেনাল্টি কিক নিবে। মাঝেমধ্যে সতীর্থদের কাঁধে এই দায়িত্ব সঁপে দিতেন ইচ্ছে করেই। নেইমার, সুয়ারেজ, ইনিয়েস্তারা প্রায়ই পেনাল্টি কিক করার সুবিধা পেয়েছেন। নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর এক্ষেত্রে দেখা দিয়েছে দারুণ সমস্যা। পিএসজিতে এতদিন উরুগুয়ের তারকা এডিসন কাভানিই ছিলেন মাঠের নেতা। তিনিই ফ্রি কিক আর পেনাল্টি কিক নিতেন। কিন্তু নেইমার আসার পর দৃশ্যটা বদলে গেছে। এখন নেইমারকেই বল এগিয়ে দেন থিয়াগো সিলভা আর দানি আলভেসরা। এই নিয়েই দেখা দিয়েছে দ্বন্দ্ব। গত রবিবার অলিম্পিক লিঁওয়ের বিপক্ষে ম্যাচে পেনাল্টি কিক নিয়ে বিরোধ দেখা যায় কাভানি ও নেইমারের মধ্যে। ম্যাচের ৭৯তম মিনিটে এই বিরোধে শেষ পর্যন্ত কাভানিই জয়ী হন। তিনি কিক নিয়ে গোল করতেও ব্যর্থ হন। দুজনের মধ্যে এই মত বিরোধ দেখেছেন কোচ আমেরি। এই নিয়ে তিনি বলেন, ‘কয়েক জন ফুটবলার পেনাল্টি কিক নেবেন। এর মধ্যে কাভানি এবং নেইমার অন্যতম। পেনাল্টি কিক নেওয়ার ক্ষেত্রে একটা বোঝাপড়া থাকতে হয়।’ তিনি বলেন, দুজনই পালাক্রমে পেনাল্টি কিক নিতে পারেন। কাভানি ও নেইমার কোনো সিদ্ধান্তে আসতে ব্যর্থ হলে কোচ নিজেই এতে হস্তক্ষেপ করবেন বলেও জানিয়েছেন। গত রবিবার পিএসজি ২-০ গোলের জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। দুটি গোলই (আত্মঘাতী গোল) পিএসজিকে উপহার দিয়েছেন লিঁওর ফুটবলাররা।

সর্বশেষ খবর