বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ভালো খেলার প্রত্যাশা মুশফিকের

ক্রীড়া প্রতিবেদক

ভালো খেলার প্রত্যাশা মুশফিকের

রুবেল হোসেন সমস্যার সমাধান হয়নি এখনও। হওয়ার সম্ভাবনাও এখন ফিফটি-ফিফটি। রুবেল আফ্রিকা যাবে কি না, সেটা নিয়ে ভাবছেন না বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। তার ভাবনায় এখন দক্ষিণ আফ্রিকা সফরে দুর্দান্ত ক্রিকেট খেলা।

দুই টেস্ট খেলতে টাইগাররা ১৬ সেপ্টেম্বর ঢাকা ছেড়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর প্রথম টেস্ট এবং ৬-১০ অক্টোবর দ্বিতীয় টেস্ট খেলবে। আফ্রিকায় এখন পর্যন্ত দুই টেস্ট খেলে পারফরম্যান্স যাচ্ছেতাই। কিন্তু এখনকার বাংলাদেশ অনেক পরিণিত এবং অনেক পরীক্ষিত। গত দুই বছরে ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। এবার দক্ষিণ আফ্রিকা সফর করছে। ক্রিকেটপ্রেমীরা স্বপ্ন দেখছেন, আফ্রিকা সফরে ভালো কিছুর। বিপরীত কন্ডিশনে খেলা বলে কাজটি অনেক বেশি কঠিন বলে মনে করছেন টাইগার অধিনায়ক মুশফিক, ‘গত কয়েক বছর তিন বিভাগেই টেস্ট, ওয়ানডে, টি-২০) ভালো ক্রিকেট খেলছে বাংলাদেশ। দেশের মাটিতে আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী ক্রিকেট খেলেছি। এছাড়া পারফরম্যান্সের ধারাবাহিকতাও ভালো। অস্ট্রেলিয়াকে হারিয়েছি। তাই বলে দক্ষিণ আফ্রিকায় ওদের মাটিতে ভালো করাটা সহজ হবে না। তারপরও আমাদের টার্গেট, সেখানে ভালো করা। মূল টার্গেট দেশের বাইরে আমাদের ভালো করা।’

২০০৮ সালে বাংলাদেশ সফর করেছিল আফ্রিকায়। সেই সফরে মাত্র বর্তমান স্কোয়াডের তিনজন খেলেছিলেন। অধিনায়ক মুশফিক, ইমরুল কায়েশ ও তামিম ইকবালের খেলার অভিজ্ঞতা রয়েছে। এবার দলের অধিকাংশেরই প্রথম সফর। অনভিজ্ঞ হলেও তরুণ সদস্যরা ভালো করবে বলে বিশ্বাস টাইগার অধিনায়কের, ‘সফরটি দলের তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ। অপরিচিত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ তাদের জন্য অনেক বড় প্রাপ্তির হবে। আশা করছি দারুণ একটি সিরিজ অপেক্ষা করে আছে। ইনশাল্লাহ ছেলেরা ভালোই করবে।’

কিছুদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। এবার বাংলাদেশের বিপক্ষে খেলবে ঘরের মাঠে। ২০১৫ সালে বাংলাদেশ সফরে দুই টেস্ট সিরিজ ড্র করেছিল প্রোটিয়াসরা। অবশ্য বৃষ্টিতে ড্র হয়েছিল দুটি। এছাড়া ওয়ানডে সিরিজে হেরেছিল। তাই প্রতিশোধের নেশায় উন্মুখ হয়ে আছে হাশিম আমলা, ফাপ ডু প্লেসিসরা। তাই বাংলাদেশের জন্য কঠিন একটি সিরিজই অপেক্ষা করছে। টাইগার অধিনায়ক টেস্ট অধিনায়কও সেটা মনে করেন, ‘আপনি যখন নিজেদের চেনা পরিবেশে খেলবেন, তখন উইকেট সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকবে। কিছুদিন আগে ওরা ইংল্যান্ডের মাটিতে হেরেছে। তারপরও আমি বলব দক্ষিণ আফ্রিকা যথেষ্ট শক্তিশালী দল। এবার দলটির নতুন কোচ ওটিশ গিবসন। গিবসন আফ্রিকার নতুন কোচ। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তার চরাচর অনেকদিনের। আমি তারপরও বিশ্বাস করি, আমরা সফরে বেশ ভালো ক্রিকেট খেলব।’

সর্বশেষ খবর