বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ

২০১৯ সালের আইসিসি বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে থাকতে হবে র‌্যাঙ্কিংয়ের সেরা আটে। বাংলাদেশ ও স্বাগতিক ইংল্যান্ডসহ বাকি পাঁচ দল ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও পাকিস্তান আগেই নিশ্চিত করেছিল। কেবল মাত্র অষ্টম দল হিসেবে সুযোগ পাওয়ার জন্য লড়াই চলছে শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। দুই দলের রেটিং পয়েন্টও খুব কাছাকাছি ছিল। কিন্তু ওল্ড ট্র্যাফোর্ডে ওয়েস্ট ইন্ডিজ স্বাগতিক ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত হয়ে গেছে শ্রীলঙ্কার। এখন ৩০ সেপ্টেম্বরের আগে আর আটে ওঠার কোনো সম্ভাবনা নেই ওয়েস্ট ইন্ডিজের। তাই বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে ১৯৭৫, ১৯৭৯ সালের বিশ্বচ্যাম্পিয়নদের। আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এখন ওয়েস্ট ইন্ডিজের রেটিং পয়েন্ট ৭৮, শ্রীলঙ্কার ৮৬। এই ম্যাচ জিততে পারলে সম্ভাবনা থাকত। ক্যারিবীয়রাও প্রাণপণে চেষ্টা করেছে। কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো ইংল্যান্ডের কাছে তারা হেরে গেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। সরাসরি ২০১৯ বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়ায় দারুণ খুশি শ্রীলঙ্কার ওয়ানডে অধিনায়ক উপুল থারাঙ্গা। আইসিসির দেওয়া এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘এটা বলতে দ্বিধা নেই যে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে শ্রীলঙ্কার ক্রিকেট। তারপরেও ভক্তরা আমাদের ওপর বিশ্বাস রেখেছেন। এজন্য তাদের অনেক অনেক ধন্যবাদ।’ থারাঙ্গা বলেন, ‘বিশ্বকাপে শ্রীলঙ্কা সব সময়ই ম্যাজিক দেখায়। এবারও তার ব্যতিক্রম হবে না। আমরা আরেকবার নিজেদের প্রমাণ করার জন্য প্রস্তুত।’ এক সময় ওয়ানডে ক্রিকেটে একাধিপত্য ছিল ওয়েস্ট ইন্ডিজের। প্রথম দুই বিশ্বকাপের শিরোপা (১৯৭৫ ও ১৯৭৯) ঘরে তুলেছিল ক্যারিবীয়রা। তৃতীয় আসরেও তারা ফাইনালে উঠেছিল। কিন্তু ভারতের কাছে হেরে যায়। এরপর থেকে ধীরে ধীরে ওয়ানডেতে শক্তি কমতে থাকে ক্যারিবীয়দের। এবার কিনা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বাছাইপর্ব খেলতে হচ্ছে। এটা নিঃসন্দেহে ওয়েস্ট ক্রিকেটের জন্য অনেক বড় ধাক্কা।

 ২০১৯  সালের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। মোট ১০টি দল অংশগ্রহণ করার সুযোগ পাবে। এর মধ্যে সরাসরি সুযোগ পাবে আট দল, বাকি দুই দল নেওয়া হবে বাছাইপর্ব। আগামী বছর অনুষ্ঠিত হবে বাছাই পর্বের ম্যাচ। এতে ওয়েস্ট ইন্ডিজকে খেলতে হবে র‌্যাঙ্কিংয়ের তাদের নিচের তিন দল আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে।

সর্বশেষ খবর