শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

অবশেষে দক্ষিণ আফ্রিকায় রুবেল

ক্রীড়া প্রতিবেদক

অবশেষে দক্ষিণ আফ্রিকায় রুবেল

রুবেল হোসেন দক্ষিণ আফ্রিকায় যেতে পারবেন কি না, পরশু রাত পর্যন্ত সংশয়ে ছিল বিসিবি। তাই প্রস্তুত রাখা হয়েছিল ডান হাতি পেসার কামরুল ইসলাম রাব্বিকে। টিকিটও কাটা হয়েছিল রাব্বির নামে। গতকাল রাতেই ঢাকা ছাড়ার কথা ছিল বরিশালের এই ফাস্ট বোলারের। রাব্বির যাওয়ার প্রস্তুতি যখন সম্পন্ন, তখনই দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশন বিভাগ থেকে নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র পাঠানো হয়েছে রুবেল হোসেনের নামে। ওই ছাড়পত্র পাওয়ায় এখন আর দক্ষিণ আফ্রিকা যেতে বাধা থাকল না রুবেলের। ফলে গতকাল রাত ১টা ২০ মিনিটে ঢাকা ছেড়েছেন পেসার রুবেল। রুবেলের দক্ষিণ আফ্রিকা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির খান।

দুই টেস্ট খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন আফ্রিকায়। গতকাল থেকে তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছেন মুশফিকরা। তিন ভাগে বিভক্ত হয়ে দলটি ১৬ সেপ্টেম্বর ঢাকা ছেড়েছিল। ১৫ সদস্যের স্কোয়াডে থাকার পর নাম ও জন্ম তারিখ জটিলতায় দক্ষিণ আফ্রিকার ভিসা পাননি রুবেল। কারণ ‘রুবেল হোসেন’ নামের একজন বাংলাদেশি দক্ষিণ আফ্রিকার ইমিগ্রেশনে কালো তালিকাভুক্ত। প্রতারণামূলক মামলায় তাকে খুঁজছে দেশটির পুলিশ। তাই দলের অপরাপর সবাইকে ভিসা দেওয়া হলেও তিনি পাননি। সমস্যার সমাধানে বিসিবি বারবার চেষ্টা করেছে। রুবেলের পক্ষে প্রমাণাদি পেশ করেছে। দক্ষিণ আফ্রিকান ইমিগ্রেশন সংস্থা সেটা ঝাচাই করে অবশেষে ভিসা সংক্রান্ত ছাড়পত্র দিয়েছে রুবেলকে। এ বিষয়ে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার সাব্বির বলেন, ‘গতকাল দক্ষিণ আফ্রিকা থেকে রুবেলের নিরাপত্তা সংক্রান্ত একটি পেপার এসেছে। ফলে তার যাওয়ায় আর কোনো সমস্যা থাকল না। রাত ১টা ২০ মিনিটে(গতকাল মধ্যরাত) ঢাকা ছাড়ছেন রুবেল।’ সমস্যার সমাধান হওয়ায় হাফ ছেড়ে বেঁচেছেন এ ডান হাতি পেসার, ‘এ কয়দিন বেশ দুশ্চিন্তায় কাটিয়েছি। অবশেষে ছাড়পত্র পেলাম। ভালো লাগছে। চেষ্টা থাকবে সুযোগটাকে কাজে লাগানোর।’ সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-২০ খেলবে বাংলাদেশ। এখন তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলছে। প্রথম টেস্ট ২৮ সেপ্টেম্বর-২ অক্টোবর এবং দ্বিতীয় টেস্ট ৬-১০ অক্টোবর।                      

সর্বশেষ খবর