শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

তুষার-মেহেদির জোড়া সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

তুষার-মেহেদির জোড়া সেঞ্চুরি

খুলনার পক্ষে জোড়া সেঞ্চুরি হাঁকানো তুষার ও মেহেদি —বাংলাদেশ প্রতিদিন

বয়স ৩৩। কিন্তু এখনো তরুণদের মতো ক্রিকেট খেলছেন তুষার ইমরান। খুলনার এই ক্রিকেটার জাতীয় ক্রিকেট, বিসিএলসহ ঘরোয়া ক্রিকেটে রানের ফুলঝুরি ছোটাচ্ছেন গত কয়েক বছর ধরে। সর্বশেষ জাতীয় লিগের শেষ তিন ম্যাচে করেছিলেন টানা তিন সেঞ্চুরি। মৌসুম শেষ করেছিলেন ডাবল সেঞ্চুরির ইনিংস খেলে। ফর্মের তুঙ্গে থাকা তুষার এবার জাতীয় ক্রিকেটে রান করেই চলেছেন। খুলনার পক্ষে রংপুরের বিপক্ষে ড্র ম্যাচে তার ব্যাট থেকে বেরিয়েছিল ৫৪ রানের ইনিংস। গতকাল ওয়ালটন জাতীয় ক্রিকেটের ১৯ নম্বর আসরের দ্বিতীয় ম্যাচে বরিশালের বিপক্ষে খেললেন ১৩২ রানের ইনিংস। শুধু তুষার নন, সেঞ্চুরি করেছেন খুলনার তরুণ ব্যাটসম্যান মেহেদি হাসান। মেহেদি আজ দ্বিতীয় দিন ব্যাট করবেন ১৬৫ রান থেকে। দুজনের জোড়া সেঞ্চুরিতে জাতীয় ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন খুলনা। প্রথম দিন শেষ করেছে ৩ উইকেটে ৩৪৮ রান তুলে। তবে বাকি তিন ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে বৃষ্টিতে খেলা হয়নি ঢাকা-রংপুর ম্যাচ। কক্সবাজার স্টেডিয়ামের প্রথম দিনের খেলা হয়নি সিলেট-ঢাকা মহানগরীর ম্যাচ। রাজশাহী শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে খেলা হয়েছে মাত্র ৪৩ ওভার। তাতে সফরকারী সিলেটের সংগ্রহ ছিল ২ উইকেটে ৬৭।

তুষার ক্যারিয়ারে টেস্ট খেলেছেন মাত্র ৫টি এবং ওয়ানডে ৪১টি। তবে তাকে সব সময়ই প্রতিভাবান ক্রিকেটার বলা হতো। কিন্তু কখনই নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। আন্তর্জাতিক অঙ্গনে না পারলেও ঘরোয়া ক্রিকেটে কিন্তু দাপট ধরে রেখেছেন খুলনার এই উইলোবাজ। গতকাল খুলনা শেখ আবু নাসের স্টেডিয়ামে দলের বিপর্যয়ে হাল ধরেছেন তিনি তরুণ মেহেদিকে নিয়ে। ৪৬ রানে দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেট জুটিতে দুজনে যোগ করেন ২৭২ রান। দলীয় ৩১৮ রানে সাজঘরে বিদায় নেওয়ার আগে তুষার নিজের নামের পাশে লিখে নেন ১৩২ রানের ইনিংস। ১৪৭টি প্রথম শ্রেণির ম্যাচে যা তার ২৩ নম্বর সেঞ্চুরি। ১৯৬ বলের ইনিংসটিতে ছিল ১৬টি চার ও ২টি ছক্কা। বর্ষীয়ান তুষারের সহায়তা পেয়ে আলোকিত ব্যাটিং করেছেন তরুণ মেহেদি। দুর্দান্ত কিছু শটস খেলে অপরাজিত রয়েছেন ১৬৫ রানে। ২৬১ বলের ইনিংসটিতে রয়েছে ১৫টি চার ও একটি ছক্কা। রংপুরের বিপক্ষে ডাবল সেঞ্চুরি হাঁকানো এনামুল হক বিজয় সাজঘরে ফিরেছেন ব্যক্তিগত ৩৬ রানে। প্রথম রাউন্ডের মতো দ্বিতীয় রাউন্ডে খেলছেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার আগে নিজেকে একটু মানিয়ে নিচ্ছেন মাশরাফি।

সর্বশেষ খবর