শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

হকির অধিনায়ক জিমি

ক্রীড়া প্রতিবেদক

হকির অধিনায়ক জিমি

দীর্ঘ ৩২ বছর পর ফের ঢাকায় বসছে এশিয়া কাপ হকির আসর। ১৯৮৫ সালে এশিয়া কাপের খেলাগুলো হয়েছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ঘাসের মাঠে। এবার বসবে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের নীল টার্ফে। ১১ অক্টোবর শুরু হওয়া আট জাতির এশিয়া কাপের ১০ম আসরের খেলাগুলো হবে ফ্লাড লাইটের আলোয়। উদ্বোধনী দিনেই খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। উদ্বোধনী ম্যাচ ভারত-জাপান। এশিয়া কাপ উপলক্ষে গতকাল ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে রাসেল মাহমুদ জিমির কাঁধে। স্বাগতিক বাংলাদেশের গ্রুপে দুই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান ও ভারত ছাড়া রয়েছে জাপান। ১১ অক্টোবর প্রথম ম্যাচে জিমিদের প্রতিপক্ষ পাকিস্তান, ১৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ ভারত এবং তৃতীয় ম্যাচ ১৫ অক্টোবর জাপানের বিপক্ষে। আরেক গ্রুপে রয়েছে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন ও ওমান। ১৯৮৫ সালে এশিয়া কাপে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল বাংলাদেশ। ২-২ গোলে ড্র করেছিল জাপানের সঙ্গে। দলের কোচ মাহাবুব হারুন। দলটি প্রায় তিন মাস ধরে অনুশীলন করছে এবং ৩০ জনের প্রাথমিক স্কোয়াড থেকে চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

অসিম গোপ (গোলরক্ষক), আবু সাইদ নিপ্পন, আশরাফুল ইসলাম, খোরশেদুর রহমান, ফরহাদ আহমেদ সিটুল, রেজাউল করিম বাবু, ইমরান হাসান পিন্টু, মামুনুর রহমান চয়ন, রুম্মন সরকার, নাইম উদ্দিন, হাসান যুবায়ের নিলয়, সারোয়ার হোসেন, কামরুজ্জামান রানা, রাসেল মাহমুদ জিমি (অধিনায়ক), পুস্কর ক্ষিসা মিমো (সহ. অধিনায়ক), মিলন হোসেন, মাইনুল ইসলাম কৌশিক ও আরশাদ হোসেন।

স্ট্যান্ড বাই : বিপ্লব কুজুর, মাহবুব হোসেন, সোহানুর রহমান সবুজ ও দ্বীন ইসলাম ইমন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর