শিরোনাম
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

তবু মন ভরেনি সমর্থকদের

জয়ে ফিরেছে রিয়াল

রাশেদুর রহমান

তবু মন ভরেনি সমর্থকদের

আগের ম্যাচ হেরে জয়ে ফিরেছে লা-লিগায় চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। এ জয়ের পরও রোনালদোদের চেনা রূপে দেখা যায়নি

জিনেদিন জিদান কী দুর্দান্ত একটা দল গড়ে তুলেছিলেন। রিয়াল মাদ্রিদ অতীতের সবকিছু হারিয়ে পথে বসেছিল। একের পর এক পরাজয়ে লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ সবকিছু থেকেই ছিটকে পড়তে শুরু করেছিল। ঠিক সেই সময়ই জিদান এসে হাল ধরেছিলেন রিয়াল মাদ্রিদের। জয় করতে শুরু করেছিলেন একের পর এক ম্যাচ। সবাই ভেবেছিল, এটা সাময়িক। কিন্তু জিদান তার শিষ্যদের নিয়ে টানা দুটি মৌসুমে জিতলেন চ্যাম্পিয়ন্স লিগ। লা লিগায় হৃত গৌরব পুনরুদ্ধার করলেন। বার্সেলোনার একক আধিপত্য শেষ করে শুরু করলেন এক নতুন যুগের। কিন্তু জিদানের জাদুর বাক্সের সব মন্ত্র বুঝি শেষ। রিয়াল মাদ্রিদ ইতিহাসের এক তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হলো। মৌসুমের শুরুতেই লা লিগায় নিজেদের মাঠে টানা তিন ম্যাচ ব্যর্থ হলো রিয়াল মাদ্রিদ। জিদানের শিষ্যরা ভক্তদের মনে করিয়ে দিলেন ২২ বছর আগের এক ইতিহাস। রিয়াল মাদ্রিদ ১৯৯৫-৯৬ মৌসুমের শুরুতে নিজেদের মাঠে টানা তিন ম্যাচ জিততে ব্যর্থ হয়েছিল। সেবার তিন ম্যাচের দুটিতেই হেরেছিল তারা। ড্র করেছিল একটা। ২২ বছর আগের সেই মৌসুমে লা লিগায় ষষ্ঠ হয়েছিল লস ব্ল্যাঙ্কোসরা। ৪২ ম্যাচের সেই লিগে মাত্র ৭০ পয়েন্ট সংগ্রহ করেছিল আর্জেন্টাইন কোচ জর্জ ভালডানোর শিষ্যরা। সেবার ৮৭ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ এরপর গত ২১ মৌসুমে আর এতটা বাজেভাবে শুরু করেনি। চলতি মৌসুমে ঘরের মাঠে প্রথম তিন ম্যাচেই জয়হীন গতবারের লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নরা। ভ্যালেন্সিয়া (২-২) আর লেভান্তের (১-১) সঙ্গে ড্রয়ের পর রিয়াল বেটিসের কাছে সান্তিয়াগো বার্নাব্যুতে ১-০ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। তাও পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে সঙ্গে নিয়ে! এই ব্যর্থতায় বাকরুদ্ধ হয়ে যায় রিয়াল ভক্তরা। কিন্তু রিয়াল কোচ জিনেদিন জিদান এখনো হতাশ হওয়ার কিছু দেখছেন না। তার মতে, লা লিগা সবে শুরু। এখনো অনেক পথ বাকি। আর মাত্র তিনটা ম্যাচ দিয়েই রিয়াল মাদ্রিদের মৌসুম নির্ধারণ করা ঠিক হবে না। জিদানের কথায় সত্যতা আছে বটে। কিন্তু ইতিহাস বলছে, এমন বাজে শুরু করার পর রিয়াল মাদ্রিদ লিগ জিততে পারে না। এখন যেমন রোনালদো, বেলে, বেনজেমাদের মতো তারকারা রয়েছেন, ১৯৯৬ সালেও ছিলেন রবার্তো কার্লোস আর রাউল গঞ্জালেসদের মতো তারকারা।

যাক আগের ম্যাচে হারলেও কাল জয়ে ফিরেছে রিয়াল। ২-১ গোলে হারিয়েছে আলাভেসকে। বিজয়ী দলের দানি সেবাইয়োস ২ গোল করেন। বিজিতদের পক্ষে ব্যবধান কমান মানু গার্সিয়া। জয়ে ফিরলেও রোনালদোদের খেলা দেখে মন ভরেনি সমর্থকদের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর