রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ট্রাম্পের ছেলে যখন ফুটবলার

ক্রীড়া ডেস্ক

ট্রাম্পের ছেলে যখন ফুটবলার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-মেলানিয়া দম্পতির ছেলে ব্যারন খুব ক্রীড়াপাগল। এই খবর এতদিন অনেকেই জানত। কিন্তু ১১ বছরের ব্যারন যে ব্যবসা-বাণিজ্য ছেড়ে পুরোদস্তুর খেলোয়াড় হয়ে উঠবে, এমনটা হয়ত ট্রাম্প নিজেও ভাবেননি। অথচ ঠিক তাই করলেন ব্যারন। ট্রাম্পের ছোট ছেলে যোগ দিলেন আমেরিকান ফুটবল (আমেরিকাতে সকার) ক্লাব ডিসি ইউনাইটেডের অনূর্ধ্ব-১২ দলে। এই ঘটনা ক্রীড়াভক্ত আমেরিকানদের পুরো আকর্ষণ কেড়ে নিয়েছে। অথচ ক্রিস্টিয়ান পুলিসিক নামক ১৯ বছরের এক মার্কিন ফুটবলার বুরুসিয়া ডর্টমুন্ডে নাম এতটাই উজ্জ্বল করেছিলেন যে মার্কিনীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল। ব্যারন এসে এমনকি ক্রিস্টিয়ান পুলিসিককে পর্যন্ত ম্লান করে দিয়েছেন। দিন কয়েক আগেই ব্যারন ট্রাম্পের ফুটবল ক্লাবে যোগ দেওয়ার গুঞ্জন উঠেছিল। এটাকে সত্যি প্রমাণ করল ক্লাব কর্তৃপক্ষ। এক টুইটে তারা ব্যারন ট্রাম্পের নামযুক্ত লিস্ট প্রকাশ করে। টুইটার বার্তায় বলা হয়, এটা কোনো মজা নয়। আগামীকাল ব্যারন সত্যি সত্যিই খেলতে নামছে। মিডফিল্ডার হিসেবে চারটি ম্যাচ খেলার কথা রয়েছে ব্যারন ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প অনেক কিছু করেই নাম কুড়িয়েছেন। এবার দেখা যাক, তার ছেলে কতটা নাম কুড়াতে পারে!

সর্বশেষ খবর