শিরোনাম
রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা
জাতীয় ক্রিকেট লিগ

মনিরের ৭ উইকেট

ক্রীড়া প্রতিবেদক

ওয়ালটন জাতীয় ক্রিকেটের দ্বিতীয় রাউন্ডের খেলায় ফের বৃষ্টি বাধা হয়েছে। প্রথম দিনের মতো বৃষ্টির জন্য খেলা হতে পারেনি দুটি ম্যাচ। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিনের মতো দ্বিতীয় দিনও বৃষ্টিতে ভেসে গেছে ঢাকা-রংপুর ম্যাচ। কক্সবাজার শেখ জামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়ায়নি ঢাকা মহানগরী-সিলেট বিভাগের খেলা। তবে ভালোভাবেই এগিয়ে চলেছে খুলনা-বরিশাল এবং চট্টগ্রাম-রাজশাহী বিভাগের ম্যাচ। আগের দিন ডাবল সেঞ্চুরির স্বপ্ন দেখে ঘুমাতে যাওয়া মেহেদি হাসান কাল ব্যর্থ হয়েছেন চলতি আসরের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হাঁকাতে। ১৬৫ রানের অপরাজিত ইনিংসটি গতকাল থেমেছে ১৭৭ রানে।  তুষার ইমরান ও মেহেদির জোড়া সেঞ্চুরিতে খুলনা প্রথম দিনই বড় স্কোর গড়েছিল। গতকাল ৪৪৪ রানে থমকে যায়। মেহেদি ১৭৭ রানে ফিরেন সাজঘরে। মাশরাফি ব্যাটিংয়ে নামলেও শূন্য রান করেন। খুলনাকে ৪৫০ রানের নিচে বেধে ফেলতে অগ্রণি ভূমিকা রাখেন বাঁ হাতি স্পিনার মনির হোসেন। ৩৪.৩ ওভারের স্পেলে ৮৫ রানের খরচে তিনি নেন ৭ উইকেট।  মাশরাফি বোলিং করেন নতুন বলে। ৮ ওভারের স্পেলে ২৬ রানের খরচে নেন ১ উইকেট। রাজ্জাক রাজ ২টি ও আল-আমিন ২টি করে উইকেট নেন। খুলনার নিয়ন্ত্রিত বোলিংয়ে বরিশাল দ্বিতীয় দিন পার করে ৭ উইকেটে ১৭৭ রান তুলে। ৫৮ রানে ব্যাট করছেন রাফসান আল মাহমুদ ও ৫২ রানে ব্যাটিং করছেন নুরুজ্জামান। চট্টগ্রাম-রাজশাহী ম্যাচের দ্বিতীয় দিনে কোনো সমস্যা হয়নি। প্রথম দিন ৪৩ ওভারে ২ উইকেট ৬৭ রান তুলেছিল চট্টগ্রাম। গতকাল দ্বিতীয় দিন আরও ৯৬ ওভার ব্যাটিং করে স্কোর কার্ডকে সমৃদ্ধ করে ৮ উইকেটে ৪১৯ রান তুলে। নার্ভাস নাইনটিজের শিকার হয়ে ইয়াসির আলি সাজঘরে ফিরেন ৯৪ রানে। অধিনায়ক ইরফান শুক্কুর খেলেন ৬৫ রানের ইনিংস। এছাড়া সাজ্জাদুল করেন ৬৮ রান। ২টি করে উইকেট নেন সাকলাইন সজিব ও নাজমুল হোসেন।

সর্বশেষ খবর