রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

সাব্বির-ইমরুলের রানে ফেরা

ক্রীড়া প্রতিবেদক

অনেকদিন থেকেই রান পাচ্ছিলেন না সাব্বির রহমান। বাংলাদেশের এই মারকুটে ব্যাটসম্যান ব্যর্থতার সাগরে হাবুডুবু খাচ্ছিলেন। সব চেয়ে বাজে সময় গেছে ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে। তারপর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্টেও ব্যর্থ সাব্বির। দুই ইনিংসে তার স্কোর ছিল ০ ও ২২। তবে চট্টগ্রাম টেস্টে অসাধারণ ব্যাটিং করেন। প্রথম ইনিংসেই হাফ সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও রান পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বেনোনিতে প্রস্তুতি ম্যাচেও দাপুটে ব্যাটিং করে চলেছেন সাব্বির। প্রথম ইনিংস অপরাজিত ৫৮ রান। দ্বিতীয় ইনিংসেও করেছেন ৬৭ রান।

দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করেছেন ইমরুল কায়েসও। খেলেছেন ৫৪ বলে ৫১ রানের একটি আগ্রাসী ইনিংস। অনেক দিন থেকেই রান খরায় ভুগছিলেন তিনি। আক্ষেপ ছিল প্রিয় ওপেনিং পজিশনে সুযোগ না পাওয়ার জন্যও। প্রথম ইনিংসে ওয়ান ডাউনে নেমেও ৩৪ রানের দারুণ একটা ইনিংস খেলেছেন। দ্বিতীয় ইনিংসে ইনজুরির কারণে ব্যাট করতে পারেননি দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। এই সুযোগে অনেক দিন পর ওপেনিংয়ে ব্যাট করতে নেমেই বাজিমাৎ করেছেন ইমরুল। অনেক দিন পর হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন। যদিও প্রস্তুতি ম্যাচের এই স্কোরের কোনো স্বীকৃতি নেই। তারপরেও অনেক দিন পর ওপেনিংয়ে সুযোগ পেয়েই তা কাজে লাগাতে ভুল করেননি ইমরুল। সাব্বির ও ইমরুলের হাফ সেঞ্চুরির পরও ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ২০১ রানেই পতন ঘটেছিল ৮ উইকেটের। প্রস্তুতি ম্যাচে জয়, পরাজয় কিংবা ড্র কোনোটাই বড় কিছু নয়। প্রস্তুতিটাই বড় কথা। এই ম্যাচ থেকে বাড়তি আত্মবিশ্বাস রান সাব্বির, ইমরুল ও সৌম্য। ইনজুরির কারণে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে না নামলেও প্রথম ইনিংসে খেলেছিলেন ৪৩ রানের একটি ইনিংস।

সর্বশেষ খবর