রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

উত্তাল লঙ্কান ক্রিকেট

ক্রীড়া ডেস্ক

শ্রীলঙ্কান ক্রিকেটে এখন যাচ্ছে চরম দুঃসময়। ঘরের মাঠে তারা জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে সিরিজে হারছে। বাংলাদেশের বিরুদ্ধে সিরিজেও জিততে পারেনি। ভারতের বিরুদ্ধে তো হোয়াইটওয়াশ। এ দুর্দিনেও লঙ্কান ক্রিকেটারদের বিরুদ্ধে তোলা হচ্ছে ম্যাচ পাতানোর অভিযোগ। সাবেক ক্রিকেটার প্রমোদ্য বিক্রমাসিংহে এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, শ্রীলঙ্কা দলের কয়েকজন ক্রিকেটার নাকি ম্যাচ পাতানোর সঙ্গে জড়িয়ে পড়েছেন। এমন মন্তব্যের পর উত্তাল লঙ্কান ক্রিকেট। জাতীয় দলের বর্তমান ক্রিকেটাররা মনে করছেন, এটা তাদের জন্য খুবই অসম্মানজনক। তাই তারাও এখন বিষয়টি সুরাহার জন্য তদন্ত দাবি করছেন। তদন্তের দাবি নিয়ে ক্রিকেটাররা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে গিয়েছিলেন। ক্রিকেটারদের স্বাক্ষরসহ তারা একটি আবেদনপত্র ক্রিকেট বোর্ডে জমা দিয়েছেন। সেখানে লেখা ছিল, ‘বিক্রমাসিংহে যে অভিযোগ করেছেন, সেটা খেলোয়াড়দের জন্য অবমাননাকর ও কষ্টদায়ক। এমন অভিযোগে সাধারণ মানুষ জাতীয় দলের ক্রিকেটারদের সন্দেহের দৃষ্টিতে দেখবে।

এর আগে ৯৬-র বিশ্বকাপ জয়ী অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গাও ফিক্সিংয়ের অভিযোগ করেছিলেন। তার দাবি ছিল, ২০১১ সালের ফাইনালে নাকি ফিক্সিং হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর