সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট

বিসিবির বার্ষিক সাধারণ সভা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভার (এজিএম) বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। গতকাল হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় স্থপতি মোবাশ্বের হোসেনের পক্ষে ব্যারিস্টার মাহবুব শফিক এ রিট আবেদন দায়ের করেন। বিসিবির গঠনতন্ত্র সংক্রান্ত এক মামলায় আপিলের রায়কে নিজেদের পক্ষে দাবি করে আগামী ২ অক্টোবর বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভার তারিখ ঘোষণা করায় ১৭  সেপ্টেম্বর ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদকে আইনি নোটিস পাঠানো হয়। মামলার বাদী স্থপতি মোবাশ্বের হোসেনের দাবি, রায় অনুযায়ী বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের সাধারণ সভা ঘোষণা করার কোনো বৈধতা নেই। তবু পরিচালনা পর্ষদ সাধারণ সভা ও বিশেষ সভা ডেকেছে। নোটিসে ৭২ ঘণ্টার মধ্যে বিসিবিকে বার্ষিক ও বিশেষ সাধারণ সভা আয়োজনের যাবতীয় কার্যক্রম বন্ধ করতে বলা হয়। নোটিসের জবাব না পাওয়ায় এ রিট আবেদন করা হয়েছে। ব্যারিস্টার মাহবুব শফিক জানান, ২০১৩ সালের ১০ অক্টোবর বিসিবি’র বর্তমান পরিচালনা পর্ষদ গঠিত হয়। এ পর্ষদকে কার্যক্রম পরিচালনা ও এজিএম-ইজিএম করা থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে। এছাড়া বিসিবি’র বর্তমান পরিচালনা পর্ষদকে কার্যক্রম চালানো থেকে কেন বিরত থাকার নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারির আরজি জানানো হয়েছে। এ রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ পর্ষদকে কার্যক্রম পরিচালনা ও এজিএম-ইজিএম করা থেকে বিরত রাখার নির্দেশ  চেয়েও আবেদন করা হয়েছে। রিটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বিসিবি’র সভাপতিসহ সাতজনকে বিবাদী করা হয়েছে।

সর্বশেষ খবর