মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ক্রিকেটে মার্কিন যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক

ক্রিকেট খেলতে অনেক সময় লাগে। কিন্তু মার্কিনিদের অত সময় কোথায়? সে কারণেই কিনা ক্রিকেট থেকে দূরে ছিলেন। কিন্তু ক্রিকেট এখন দক্ষিণ এশিয়া তথা বিশ্বের অনেক দেশেই ব্যাপক জনপ্রিয় খেলা। তাই ক্রিকেট থেকে আর দূরে থাকতে পারল না মার্কিন যুক্তরাষ্ট্র। আলাদা ক্রিকেট ফেডারেশন করা হয়েছে। প্রতিবেশী দেশ কানাডার সঙ্গে তারা একটি ক্রিকেট ম্যাচ খেলবে। যা এখনো আন্টিকাপ নামে পরিচিত। বিশ্ব ক্রীড়াঙ্গনের ইতিহাসে এটা ঐতিহাসিক ঘটনা। গতকাল মার্কিনিদের ক্রীড়া ইতিহাসে সূচিত হলো এক নতুন অধ্যায়। আইসিসির ‘আমেরিকাস-ইউএসএ’ প্রজেক্ট ম্যানেজার এরিক পারথেন বলেন, ‘এটা ক্রিকেটের ইতিহাসে অন্যরকম এক মুহূর্ত। নতুন করে যুক্তরাষ্ট্র ক্রিকেটে যুক্ত হচ্ছে, এটা খুবই আনন্দের খবর।’

সর্বশেষ খবর