বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

পিএসজি-বায়ার্ন লড়াই

মাঠে নামছেন মেসিরাও

ক্রীড়া ডেস্ক

পিএসজি-বায়ার্ন লড়াই

ফরাসি ক্লাব পিএসজি নেইমারকে দলে নিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগে দারুণ কিছু করার জন্য। আজ এর একটা পরীক্ষা হয়ে যাবে তাদের। পিএসজি আজ বি গ্রুপের ম্যাচে নিজেদের মাঠে মুখোমুখি হচ্ছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। প্রথম ম্যাচে স্কটিশ ক্লাব সেলটিককে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। অন্যদিকে বায়ার্ন মিউনিখ ৩-০ গোলে হারিয়েছিল বেলজিয়ান ক্লাব অ্যান্ডারলেক্টকে। দুই দলের সংগ্রহই তিন পয়েন্ট করে। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে পিএসজি। বায়ার্ন কোচ কার্লো আনসেলত্তির জন্য কঠিন পরীক্ষাই আজ। পরীক্ষা নেইমারের জন্যও। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অন্যতম সফল ক্লাব বায়ার্ন মিউনিখ। অন্যদিকে পিএসজি এখনো নিজেদের স্থান খুঁজে পাওয়ার লড়াই করছে। তবে নেইমারকে দলে নেওয়ার পর এখন পিএসজি অনেক শক্তিশালী দল ইউরোপে। বিষয়টা স্বীকার করেন আনসেলত্তিও। দেখা যাক, নেইমার তার মান রাখতে পারেন কি না আজ! বায়ার্ন মিউনিখ ম্যাচ দিয়েই মূলত চলতি মৌসুমে পিএসজির অবস্থান যাচাই করবেন সমালোচকরা। এদিকে আজ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপির সঙ্গে খেলতে এরই মধ্যে লিসবন পৌঁছে গেছে বার্সেলোনা। প্রথম ম্যাচে কাতালানরা জুভেন্টাসকে ৩-০ গোলে হারিয়েছিল। ইতালিয়ান জায়ান্টরা আজ গ্রিক ক্লাব অলিম্পিয়াকসের মুখোমুখি হচ্ছে। ডি গ্রুপের বার্সেলোনা ও স্পোর্টিং সিপি দুই দলই তিন পয়েন্ট করে সংগ্রহ করেছে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ হেভিওয়েট ম্যাচ খেলতে নামছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং চেলসি। ভিসেন্ট ক্যালডেরনে খেলতে যাচ্ছে ব্লুজরা। অ্যান্টোনিও কন্তের শিষ্যরা চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধা করতে পারছে না ম্যানসিটি আর ম্যানইউর দাপটে। তবে চ্যাম্পিয়ন্স লিগে তারা দুর্দান্ত সূচনা করেছে। প্রথম ম্যাচে আজারবাইজানের ক্লাব ক্যারাবাগকে ৬-০ গোলে হারিয়েছিল চেলসি। অ্যাটলেটিকো মাদ্রিদ গোল শূন্য ড্র করেছিল ইতালিয়ান ক্লাব রোমার সঙ্গে। নকআইট পর্বে যাওয়ার জন্য আজকের ম্যাচ চেলসি এবং অ্যাটলেটিকো মাদ্রিদ উভয় ক্লাবের জন্যই গুরুত্বপূর্ণ। এদিকে এ গ্রুপে হোসে মরিনহোর শিষ্যরা আজ মস্কো যাচ্ছে সিএসকেএ মস্কোর মুখোমুখি হতে। প্রথম ম্যাচে মরিনহোর দল ম্যানইউ সুইস ক্লাব ব্যাসেলকে ৩-০ গোলে হারিয়েছিল। অন্যদিকে পর্তুগিজ ক্লাব বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছিল সিএসকেএ মস্কো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর