শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

ফুটবলের নতুন নায়ক জাফর ইকবাল

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলের নতুন নায়ক জাফর ইকবাল

সর্বোচ্চ গোলদাতার পুরস্কার হাতে জাফর ইকবাল

বাংলাদেশের ক্রিকেটারদের নাম ১৬ কোটি মানুষেরই মুখস্ত হয়ে গেছে। মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মুস্তাফিজ, মিরাজদের নাম সবার মুখে মুখে। বিস্ময় হলেও সত্যি যে জাতীয় দলের ফুটবলারদের নাম অনেকে জানেনই না। সালাউদ্দিন, বাদল রায়, সালাম মুর্শেদী, রুমি, কায়সার হামিদ, আসলামরা অনেক আগে খেলা ছেড়ে দিলেও ফুটবলার হিসেবে ক্রীড়ামোদীরা এখনো তাদের চেনেন বা জানেন। মামুনুলদের নাম কারও মুখস্ত নেই। সেই অবস্থা পাল্টিয়ে দিয়েছে কিশোর জাফর ইকবাল।

এক জাফর ইকবাল ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক। আরেক জাফর ইকবাল ছিলেন বিশ্ব হকির নায়ক। তার নেতৃত্বে ভারত অনেক ট্রফিই জিতেছে। এবার আরেক জাফর ইকবালের দেখা মিললো। বাংলাদেশের ফুটবলে নতুন এক নায়কের আগমন। দেশের সেরা ফুটবলে সেরা আসর পেশাদার লিগ খেলছেন তিনি। অনূর্ধ্ব-২৩ দলেও সুযোগ পেয়েছেন। এবার যোগ দিয়েছেন পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীতে। তবু জাফর ইকবালের নামটি আড়ালেই ছিল। এই নামে দেশে যে একজন ফুটবলার আছেন তা অনেকেই জানতেন না।

অবাক হলেও সত্যি যে চট্টগ্রাম আবাহনীতে যোগ দিলেও তাকে বসে থাকতে হচ্ছে সাইড লাইনে। ফুটবলের পরিভাষায় যাদেরকে এক্সট্রা বলা হয়। এই জাফর ইকবালই কিনা জুনিয়র সাফ চ্যাম্পিয়নশিপ খেলে রীতিমতো হিরো বনে গেলেন। ক্রীড়ামোদীদের মুখে মুখে এই নামটি উচ্চারিত হচ্ছে। হেড টু হেড সমীকরণে ফাঁদে পড়ে অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারেনি। নেপালের যুবারাই শিরোপা ধরে রেখেছে। তবু জাফর ইকবালের নাম স্মরণীয় হয়ে থাকবে। জাতীয় দলের ফুটবলাররা যেখানে জাল চিনতে ভুলে গেছে। সেখানে কিনা চার ম্যাচে ৫ গোল দিয়ে টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হলেন জাফর ইকবাল। ভারতের বিপক্ষে ৩ গোলে পিছিয়ে থাকা ম্যাচে অবিস্মরণীয় জয়ের নায়ক জাফর ইকবাল। দুটো গোলই করেন তিনি। মালদ্বীপের বিপক্ষে ১ গোল। শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে তারই জোড়া গোলে জয় পায় বাংলাদেশ। নেপালের বিপক্ষে গোল পাননি। এই ম্যাচেই হেরেছে বাংলাদেশ। অনেকদিন পর কোনো ফুটবলারের নাম দর্শকের মুখে মুখে। এখন হয়তো চট্টগ্রাম আবাহনীতে সেরা একাদশেই থাকবেন জাফর ইকবাল। সামনের মৌসুমে তাকে নিয়ে ক্লাবগুলোও হয়তো কাড়াকাড়ি করবে। অফার আসবে লাখ লাখ টাকা। কিন্তু জাফরের চমক কি এক টুর্নামেন্টের সীমাবদ্ধ থাকবে? এমন কিশোর ফুটবলারদের মেধা কাজে লাগাতে বাফুফেকে বিশেষ ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

শুধু জাফর নয়, আগামীতে সালাউদ্দিন, চুন্নুদের মতো তারকা ফুটবলারের সন্ধান মিলবে তা আভাস পাওয়া গেছে বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে। এখন তাদের প্রতিভার বিকাশ ঘটাতে বাফুফেকে সেই ব্যবস্থা নিতে হবে।

 

সর্বশেষ খবর