শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

প্রথম দিনটি শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের ক্রিকেট নতুন যুগে পা রেখেছে। দুই বর্ষিয়ান মিসবাহ উল হক ও ইউনিস খানকে ছাড়া গত এক যুগে এই প্রথম টেস্ট খেলছে পাকিস্তান। আবুধাবীতে মিসবাহ-ইউনিসবিহীন পাকিস্তানের বিপক্ষে প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ‘দ্বীপরাষ্ট্র’ শ্রীলঙ্কা। নার্ভাস নাইনটিজের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন কারুণারত্নে ৯৩ রানে। অধিনায়ক থিরিমানের হাফসেঞ্চুরিতে প্রথম দিন পার করেছে ৪ উইকেটে ২২৭ রান তুলে। এরই মধ্যে রেকর্ড বুকে নাম লিখে নিয়েছেন লেগ স্পিনার ইয়াসির শাহ। সিডনি বার্নসের পর দ্বিতীয় বোলার হিসেবে সবচেয়ে দ্রুততম দেড়শ উইকেট নেওয়ার কৃতিত্ব এখন ইয়াসিরের। ২৭ টেস্টে এই মাইল ফলক ছুলেন ইয়াসির। বার্নসের লেগেছিল ২৪ টেস্ট। অবশ্য ২৭ টেস্টে দেড়শ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে আরেক পাকিস্তানি ওয়াকার ইউনুসের।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর