শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

আর্সেনালের টানা জয়

ক্রীড়া ডেস্ক

আর্সেনালের টানা জয়

প্রিমিয়ার লিগে খুব ভালো অবস্থানে নেই আর্সেনাল। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের সাত নম্বরে আর্সেন ওয়েঙ্গারের দল। দলের এমন পারফরম্যান্সে কোচ ওয়েঙ্গারের অবস্থা খুব সুখকর বলা যাবে না। সমর্থকেরা তার অপসারণ চাইছে। অবশ্য ওয়েঙ্গার এ নিয়ে ভাবিত নন। ইউরোপা লিগে আবার আর্সেনাল দুর্দান্ত খেলছে। টানা দ্বিতীয় জয় তুলে ‘এইচ’ গ্রুপে সবার ওপরে অবস্থান নিয়েছে গানাররা। পরশু রাতটিকে আর্সেনাল যেমন নিজেদের করে নিয়েছে। তেমনি অলিভার জিরৌদের জন্যও আলাদা কিছু। ৪-২ গোলে বাটে বরিশোভের বিপক্ষে জয়ের ম্যাচটিতে জিরৌদ আবার আর্সেনালের জার্সি গায়ে গোলের সেঞ্চুরি করেছেন। গানাররা এর আগে জিতেছিল জার্মান ক্লাব কোলনের বিপক্ষে। ইউরোপা লিগে বৃহস্পতিবার রাতে রেড স্টার বেলগ্রেড ১-০ গোলে কোলনকে, ডায়নাভে কিয়েভ ৩-২ গোলে পার্টিজান বেলগ্রেডকে, ব্রাগা ২-১ গোলে ইসাকসিরকে, লুডোগোরেটস ২-১ গোলে হফেমহেইমকে, এসি মিলান ৩-২ গোলে রিজকাকে, লোকোমোটিভ মস্কো ৩-০ গোলে জিলনকে, রোমা ২-১ গোলে লুগানোকে, সালজবার্গ ১-০ গোলে অলিম্পিক মার্সেইকে, ওস্টারসুন্দ ১-০ গোলে হার্থা বার্লিনকে ও ঝরিয়া লজান্স ১-০ গোলে অ্যাথলেটিক বিলবাওকে, ল্যাজিও ২-০ গোলে জুলতে ওয়ারেগামকে, নিস ৩-০ গোলে ভিতসে আর্নহেমকে, জেনিত সেন্ট পিটার্সবার্গ ৩-১ গোলে রিয়াল সোসিদাদকে এবং রোজেনবার্গ ৩-১ গোলে কোনরাডসেনকে হারিয়েছে। গ্রুপ এইচের খেলায় আর্সেনাল ১০ মিনিটে এগিয়ে যায় থিও ওয়ালকটের গোলে। ২০ মিনিটে দুর্ভাগ্য সঙ্গী থাকায় সমতা আনতে পারেনি স্বাগতিক বাটে বরিশোভ। ২৫ মিনিটের মধ্যে আরও দুই গোল করে গানাররা ম্যাচে জয় নিশ্চিত করে নেয়। ২২ মিনিটে দলের এবং নিজের দ্বিতীয় গোল করেন ওয়ালকট, ২৫ মিনিটে তৃতীয় গোলটি করেন রব হোল্ডিং। ৩০ মিনিটে একটি গোল শোধ করেন ইভানিচ (১-৩)। ৪৯ মিনিটে আসে জিরৌদের আরাধ্য গোলটি। পেনাল্টিতে গোল করার পর আর্সেনালের ইতিহাসের খাতায় নাম লিখে নেন ফরাসী ফুটবলার। আর্সেনালের জার্সি গায়ে এটা তার ১০০তম গোল। ৬৭ মিনিটে ব্যবধান ৪-২ করেন মিখাইল গর্দেচুক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর