মঙ্গলবার, ৩ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

ক্রীড়া ডেস্ক


শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়

জয়ের নায়ক হেরাথকে ঘিরে লঙ্কানদের উৎসব

চতুর্থ ইনিংসে পাকিস্তানকে ১৩৬ রানের টার্গেট দিয়েছিল শ্রীলঙ্কা টেস্টে হেসে-খেলে জয়ের মতোই টার্গেট। কিন্তু অবিশ্বাস্য এক জয় পেল লঙ্কানরা। হেরাথের দুর্দান্ত বোলিং গুঁড়িয়ে দিয়েছে পাকিস্তানি ব্যাটিং লাইন। তিনি ম্যাচে ১১টি উইকেট শিকার করে দ্বিতীয় লঙ্কান হিসেবে স্পর্শ করলেন ৪০০টি টেস্ট উইকেটের মাইলফলক। তার আগে কেবল মুরালিধরনই এই গৌরব অর্জন করেছিলেন। হেরাথের এমন দুর্দান্ত বোলিংয়ে চতুর্থ ইনিংসে ১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১১৪ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। ২১ রানের অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।

পাকিস্তানের জন্য সহজ টার্গেটই দিয়েছিল শ্রীলঙ্কা। পাকিস্তানকে এত কম রান আগে আর কখনোই টার্গেট হিসেবে দেয়নি শ্রীলঙ্কা। ২০০৯ সালে তারা সর্বনিম্ন ১৬৮ রানের টার্গেট দিয়েছিল পাকিস্তানকে। শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে ইয়াসির শাহের বোলিং তোপের মুখে পড়েছিল। ৫ উইকেট নিয়েছিলেন এই পাকিস্তানি বোলার। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে করা ৪১৯ রানের জবাবে পাকিস্তান করেছিল ৪২২ রান। এরপর শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩৮ রান করে। পাকিস্তানকে ছুঁড়ে দেয় ১৩৬ রানের সহজ লক্ষ্য। তবে হেরাথের ঘূর্ণি জাদুতে পাকিস্তান ১০ ম্যাচে প্রথমবারের মতো হারের তিক্ত স্বাদ নিল। অন্যদিকে শ্রীলঙ্কা দারুণ এক জয় পেল। পাকিস্তানি ব্যাটসম্যানদের উইকেটে দাঁড়ানোরই সুযোগ দেননি হেরাথ-পেরেরারা। উদ্বোধনী জুটি শান মাসুদ ও সামি আসলাম বিদায় নেন দলীয় ১৬ রানেই। এর মধ্যে আউট হয়ে যান আজহার আলিও। আসাদ শফিক (২০) আর হ্যারিস সোহাইল (৩৪) কিছুটা প্রতিরোধের চেষ্টা করেছিলেন। তাছাড়া অধিনায়ক সরফরাজও (১৯) কিছুক্ষণ প্রতিরোধ করেছিলেন। তবে হেরাথের ঘূর্ণি জাদু শেষ পর্যন্ত সবাইকেই কুপোকাত করে।  প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন হেরাথ। এই নিয়ে পাকিস্তানের বিপক্ষে ২০ ম্যাচে ১০০ উইকেট শিকার করলেন হেরাথ। পাকিস্তানের জন্য হেরাথ যেন জলজ্যান্ত এক অভিশাপ হয়ে দেখা দিলেন! সিরিজের পরবর্তী টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার থেকে। সিরিজ হারের ভয় কেটে গেছে শ্রীলঙ্কার। অন্যদিকে অন্তত ড্র করতে হলেও পরের ম্যাচ জয়ের বিকল্প নেই পাকিস্তানের। টেস্ট র‍্যাঙ্কিংয়ে মিসবাহ পাকিস্তানকে শীর্ষে তুলেছিলেন। সেই পাকিস্তানকেই হারিয়ে এক নতুন যাত্রা করল যেন শ্রীলঙ্কা।

সর্বশেষ খবর