বুধবার, ৪ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

মেসিরাও ধর্মঘটে

ক্রীড়া ডেস্ক

মেসিরাও ধর্মঘটে

কাতালুনিয়ার গণভোটে বাধা দেওয়ার অভিযোগে ধর্মঘট চলছে। এর সঙ্গে সহমত জানিয়ে বার্সেলোনা খেলোয়াড়দের অনুশীলন ও ক্লাবের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। স্বাধীনতার দাবির সঙ্গে সংহতি জানিয়ে মঙ্গলবার ক্লাব বন্ধ থাকবে বলে বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানিয়েছে। মূল দলের পাশাপাশি বয়সভিত্তিক কোনো দলেরও অনুশীলন হবে না। বন্ধ থাকবে ন্যু ক্যাম্পের জাদুঘরও। গত রবিবারের গণভোটে পুলিশি বাধায় আহত হয়েছে কয়েক শত কাতালান। মাদ্রিদভিত্তিক কেন্দ্রীয় সরকার গণভোটকে অবৈধ ঘোষণা করেছে আগেই। তবে কাতালানরা স্বাধীনতার জন্য মরিয়া। এই দাবির সঙ্গে লিওনেল মেসিরাও একমত। এ কারণেই গত রবিবারের লা পালমাসের সঙ্গে ম্যাচটি স্থগিত করতে চেয়েছিল বার্সেলোনা। তবে লিগ কর্তৃপক্ষ পয়েন্ট কাটার হুমকি দিলে শেষ পর্যন্ত দর্শকশূন্য মাঠে ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেয় কাতালান ক্লাবটি। ম্যাচে অবশ্য বার্সেলোনা ৩-০ গোলের জয় পায়। পরের দিন বোর্ড সভার পর বার্সেলোনার সভাপতি যোসেফ মারিয়া বার্তোমিউ জানান, কাতালানরা স্বাধীনতা পেলে বার্সেলোনা লা লিগায় থাকবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর