বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

ব্লুমফন্টেইন টেস্টে নেই তামিম

ক্রীড়া প্রতিবেদক

ব্লুমফন্টেইন টেস্টে নেই তামিম

পচেফস্ট্রুমের ধাক্কায় এখনো বেসামাল বাংলাদেশ ক্রিকেট দল। ৩৩৩ রানের পর্বতসমান হারের ধাক্কা সামলে নিতে মুশফিক বাহিনী এখন ব্লুমফন্টেইনে। প্রস্তুতি নিচ্ছে ৬-১০ অক্টোবর দ্বিতীয় টেস্টে নামার। প্রথম টেস্টের চতুর্থ ইনিংসে ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ যখন ক্রিকেটপ্রেমী, ক্রিকেটারদের নাভিশ্বাস তুলে ছেড়েছে, তখন ব্লুমফন্টেইন টেস্টের আগে আরও একটি জোর ধাক্কা খেল বাংলাদেশ। এখন এই ধাক্কা সামলানোই মূল কাজ! ডান পায়ের থাই মাসলের ব্যথাটা ফের চাড়া দিয়ে ওঠায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তামিম ইকবালকে। সব ফরম্যাটের সেরা ব্যাটসম্যান তামিমকে ছাড়া খেলতে নেমে টাইগারদের ব্যাটিং গভীরতা কমে যাবে কোনো সন্দেহ নেই। তার ওপর বিশ্রামের জন্য সিরিজেই খেলছেন না বিশ্বসেরা অলরাউন্ডার  সাকিব আল হাসান। ২০১৩ সালের গল টেস্টের পর এই প্রথম তামিম ও সাকিবকে ছাড়া টেস্ট খেলবে বাংলাদেশ। আশ্চর্য হলেও সত্যি, দুই সেরা ক্রিকেটারকে ছাড়া গল টেস্টে কিন্তু ড্র করেছিল টাইগাররা। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। দুই বছর ধরে দারুণ ক্রিকেট খেলছেন বাঁ-হাতি ওপেনার তামিম। টেস্ট, ওয়ানডে ও টি-২০— তিন ফরম্যাটেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছেন। বিশেষ করে টেস্টে তার পারফরম্যান্স গোটা দলকে অনুপ্রাণিত করছে। এমন অবস্থা যখন, তখন তার ইনজুরি দলের জন্য বড় ধাক্কাই বলা যায়! অস্ট্রেলিয়ার বিপক্ষে মিরপুরে ঐতিহাসিক টেস্ট জয়ের উভয় ইনিংসে হাফসেঞ্চুরি করেছিলেন তামিম। দক্ষিণ আফ্রিকা উড়ে যান ফর্মের তুঙ্গে থেকে। কিন্তু দুর্ভাগ্য সঙ্গী হওয়ায় ব্লুমফন্টেইন টেস্ট থেকে সরে দাঁড়াতে হচ্ছে তামিমকে। থাই মাসলের ইনজুরিটা শুরু হয়েছিল তিন দিনের প্রস্তুতি ম্যাচ থেকে। প্রস্তুতি ম্যাচে ব্যাটিং করার সময় মাত্র ১৩ বল খেলে ফিরেছিলেন থাই মাসলের ইনজুরিতে। এরপর আর ব্যাটিং করেননি প্রস্তুতি ম্যাচে। তবে পচেফস্ট্রুম টেস্ট খেলেন। কিন্তু সেখানেও ঘটে নাটকীয়তা। চা বিরতির আগে ৪৯ মিনিট মাঠের বাইরে ছিলেন তামিম। ফলে নিয়ম অনুযায়ী ওপেন করতে পারেননি। ক্রিকেটের নিয়ম হচ্ছে, যতটা সময় একজন ব্যাটসম্যান মাঠের বাইরে থাকেন, ঠিক ততটা সময় পর তিনি ব্যাটিং করতে পারবেন। কিংবা পাঁচ ব্যাটসম্যান আউট হওয়ার পর মাঠে নামবেন। এমন আইনি গ্যাঁড়াকলে পরে তামিম ব্যাটিংয়ে নামেন তিন উইকেট পতনের পর। ৫২ টেস্ট ক্যারিয়ারে তাই প্রথমবারের মতো তিনি ওপেন করেননি। সাজঘরে ফিরেন ব্যক্তিগত ৩৯ রানে উইকেটের পেছনে নাথান ডি ককের দুর্দান্ত ক্যাচে। দ্বিতীয় ইনিংসে ব্যথা নিয়েই ওপেন করেন এবং শূন্য রান করেন। ব্যথা নিয়েই তিনি দলের সঙ্গে পচেফস্ট্রুম থেকে ব্লুমফন্টেইন পৌঁছান। তামিমের ইনজুরি নিয়ে বিসিবি পরিচালক ও টিম অপারেশন চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘আমার সঙ্গে নান্নু ভাইয়ের কথা হয়েছে। ওনি জানিয়েছেন, তামিমের ইনজুরি মারাত্মক নয়। তবে প্রথম টেস্ট না খেলার সম্ভাবনা বয়েছে।’ ক্রিকেট পাড়ায় গুঞ্জন, শুধু দ্বিতীয় টেস্ট নয়, তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও অনিশ্চিত তামিমের খেলা। কিন্তু ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি তেমন নয়। ফিজিও জানিয়েছেন, আগামী দুই-তিন দেখার পর বোঝা যাবে তার ইনজুরির অবস্থা। তবে আমার মনে হয় ওয়ানডে খেলতে অসুবিধা হবে না। ওয়ানডে শুরু হতে এখনো অনেক দিন বাকি।’ প্রথম টেস্টে ইনজুরির কারণে খেলেননি সৌম্য সরকার। ব্লুমফন্টেইন টেস্টে ফিরছেন সুস্থ হয়ে। তামিম না থাকায় ইমরুল কায়েস এখন অটোমেটিক চয়েজ। সৌম্যের সঙ্গে ওপেন করবেন ইমরুল। তামিমবিহীন টেস্টে একাধিক পরিবর্তন হতে পারে একাদশে। সাজঘরে বসে থাকতে হতে পারে তাসকিন আহমেদকে। তার জায়গায় ফিরতে পারেন রুবেল হোসেন। শফিউল ইসলামের জায়গায় ফিরতে পারেন শুভাশিষ রায়ও। স্পিনার মেহেদি হাসান মিরাজের জায়গায় বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলামকে দেখলে অবাক হওয়ার কিছূ নেই। একাধিক পরিবর্তন নিয়ে টিম বাংলাদেশ নতুন করে আত্মবিশ্বাসী ক্রিকেটটাই খেলতে চায় ব্লুমফন্টেইনে। 

সর্বশেষ খবর