বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০১৭ ০০:০০ টা

জার্মানির প্রয়োজন এক পয়েন্ট

ক্রীড়া ডেস্ক

জার্মানির প্রয়োজন এক পয়েন্ট

বিশ্বকাপ বাছাই পর্বে আজ ইউরোপ অঞ্চলে খেলতে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। সি গ্রুপের ম্যাচে জার্মানি মুখোমুখি হচ্ছে নর্দার্ন আয়ারল্যান্ডের। ড্র করলেই জার্মানদের রাশিয়া যাত্রা নিশ্চিত হবে। সি গ্রুপে ৮ ম্যাচে পূর্ণ ২৪ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষেই আছে জার্মানি। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নর্দার্ন আয়ারল্যান্ড। এক পয়েন্ট পেলেই জার্মানি পেয়ে যাবে রাশিয়া বিশ্বকাপের টিকিট। এদিকে এফ গ্রুপে ইংল্যান্ডেরও প্রয়োজন এক পয়েন্ট। আজ তারা স্লোভেনিয়ার মুখোমুখি হচ্ছে। এফ গ্রুপে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ইংলিশরা। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে স্লোভাকিয়া। আজ এক পয়েন্ট পেলেই ইংল্যান্ড বিশ্বকাপের টিকিট পেতে পারে। অবশ্য স্লোভাকিয়া ম্যাচের ওপর নির্ভর করবে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা। তবে গোল ব্যবধানে অনেকটা এগিয়ে থাকায় ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা মোটামুটি নিশ্চিত হয়ে যাবে। এদিকে আজ ই গ্রুপের ম্যাচে খেলতে নামছে আরমেনিয়া-পোল্যান্ড। আজ পোলিশরা জিতলে আর অন্যদিকে ডেনমার্কের সঙ্গে মন্টিনিগ্রো ড্র করলে বিশ্বকাপ নিশ্চিত হবে পোল্যান্ডেরও। ই গ্রুপে ৮ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোল্যান্ড। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মন্টিনিগ্রো। ডেনমার্কেরও রয়েছে ১৬ পয়েন্ট। এ কারণেই ডেনমার্ক-মন্টিনিগ্রো ম্যাচ ড্র হলে সুবিধা হবে পোল্যান্ডের।

জার্মানীরা রাশিয়ার টিকিট পাবে নিশ্চিতই বলা যায়। তবে ফুটবলে কখন অঘটন ঘটে বলা মুশকিল। তাই সুবিধাজনক অবস্থানে থেকেও সতর্ক হয়ে মাঠে নামবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা।

সর্বশেষ খবর